চোর জ্বিনের চতুর্থ ঘটনা

হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)-এর একটি দেরাজ ছিল। তাতে তিনি খেজুর রাখতেন। একটি জ্বিন আসত। এবং সে খেজুর চুরি করে নিয়ে যেত। হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) রাসূল (সাঃ)-এর কাছে অভিযোগ করলেন, তিনি (সাঃ) বললেন, তুমি যাও। এবং তাকে দেখলে বলো আল্লাহর নামে (বলছি) তুমি আল্লাহর রাসূলের কাছে হাজির হও। এভাবে তিনি সেই জ্বিনকে ধরে ফেললেন।

তখন সেই জ্বিন শপথ করে বলল যে, সে আর কখনও আসবে না। তাই হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) তাকে ছেড়ে দিলেন। তারপর তিনি নবীজীর কাছে যেতে বললেন, তোমার কয়েদী কি করল? হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) বললেন, সে শপথ করেছে যে পুনরায় আর আসবে না। নবীজী বললেন, সে মিথ্যা বলেছে। এবং মিথ্যুক হওয়ার কারণে সে ফের আসবে। তো হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) তাকে ফের ধরে ফেলেন এবং বলেন, এবারে তোমাকে ছাড়ছি না। চলো, নবীজীর দরবারে চলো।

সে বলে, আমি আপনাকে আয়াতুল কুরসীর কথা বলে দিচ্ছি। এটি আপনি আপন বাড়িতে পড়বেন। তাহলে শয়তান প্রভৃতি কেউই আপনার কাছে আসবে না। এরপর হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) নবীজীর কাছে যেতে তিনি জানতে চাইলেন, তোমার কয়েদী কী করল? তো হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) তাই বললেন, যা সেই জ্বিনটি বলেছিল। শুনে নবীজী বলেন এবং মিথ্যাবাদী হলেও তোমাকে সত্য কথাই বলে গেছে।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।