চেনা বন্ধু

সেই ছোট্টবেলার ইস্কুলটাকে চোখের সামনে দেখতে পেয়ে চিত্তপ্রিয় কেমন যেনন বিহ্বল হয়ে পরে । আজ থেকে প্রায় ষাট বছর আগের নীলফামারী শহরের প্রন্তের এই গ্রামটির চেহারা আজ পুরো পাল্টে গেছে । সেই টিনের বেড়া আর টিনের চালের স্কুলের জায়গায় দাঁড়িয়ে আছে পাকা দালানের মসত স্কুলবাড়ী । চিত্তপ্রিয়র চিনতে একটু কষ্ট হচ্ছে । পিছনের বাঁশবাগানটা নেই , সে জায়গায় তৈরী হয়েছে গ্রাম পঞ্চায়েতের অফিস । অনেক লোকজনের আনাগোনা । বাঁশবাগানের ওপাড়ে হামিদুলরা থাকত । এখন কোথায় থাকে কে জানে ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বাংলাভাষার উপর একটা সেমিনারে মূখ্য আলোচক হিসেবে চিত্তপ্রিয়র এই বাংলাদেশে আসা । তাই জন্মভিটার টানে সঙ্গে স্ত্রী ও মেয়ে জামাইকে নিয়ে প্রতাপুর গ্রামে আসার এই সুযোগটাকে কোনমতে হাতছাড়া করেনি সে ।
বুকের ভিতর কোথায় যেন একটা আবেগ বাষ্পীভুত হচ্ছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সত্তরোর্ধ প্রক্তন এই অধ্যাপক চিত্তপ্রিয় দত্ত যেন এক নিমেষে ছোট্ট চিতু হয়ে যায় , যে তার মায়ের হাতের গরম ভাতমাখার দলা খেয়ে এই স্কুলে পড়তে আসতো ।

সে শুনতে পাচ্ছে কতকেউ যেন তাকে ডাকছে চিতু….চিতু….বলে । ছোটবেলার অনেক ছবি একসঙ্গে মনের মধ্যে কোলাজ তৈরি করছে আবার একনিমেষে হারিয়ে যাচ্ছে । আচমকা চিত্তপ্রিয়র চোখে পড়ে স্কুলের দক্ষিন দিকের সেই বটগাছটার দিকে ! শুধু সেই এখনও সে দাঁড়িয়ে আছে চেনা বন্ধুর মত ! মুহূর্তের মধে্য সেই বাষ্পগুলো ছুটে আসে দুই চোখে ।
পাশে দাঁড়িয়ে থাকা স্কুল সেকে্রটারী মহাশয়ের হাত চেপে ধরে চিত্তপ্রিয় । হঠ।ৎবলে বসে – যদি অনুমতি দেন তাহলে একবার ওই বটগাছটার কাছে গায়ে ওকে একটু জড়িয়ে ধরতে পারি ?
সেক্রেটারি মহাশয় বিষ্ময়ে নির্বাক । দুহাত জোড় করে দাঁড়িয়ে থাকেন ঝাপসা চোখে ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!