বেজিং: চিনের পাহাড়ি জঙ্গলে “দানব”? এক পর্যটকের এমন দাবি ঘিরে বেশ আলোড়ন পড়ে গিয়েছে৷ শুধু কথার কথা নয়, তিনি লর্ডস অফ দ্য রিং সিনেমার ‘গোলাম’-মতো দেখতে ওই “দানবের” ছবিও পোস্ট করেছেন অনলাইনে৷ তাঁর দাবি, যে ছবি ক্যামেরায় উঠেছে তা “দানবের”ই৷ বেজিংয়ের হুয়াইরউ জঙ্গলে ওই ছবি তোলা হয়েছে বলে ওই পর্যটকের দাবি৷
ওই পর্যটকের দাবি, প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলের বেশ কিছুটা ভেতরে চলে গিয়েছিলেন তিনি৷ আর হঠাত্ করেই তাঁর চোখ পড়ে অদ্ভূত দর্শন এক জীবের দিকে৷ গাছপালার ভেতরে লুকিয়ে ছিল সে৷ সঙ্গে সঙ্গে তার কযেকটি ছবি ক্যামেরাবন্দী করেন তিনি৷ একইসঙ্গে তিনি খুব ভয়ও পেয়ে যান৷
কিন্তু ওই পর্যটক ছবিগুলি পোস্ট করে যে দাবি করেছেন তার সত্যতা কতটা তা নিয়ে কিন্তু সংশয় রয়েই গিয়েছে৷ চিনের এক অভিনেতা অনলাইনেই দাবি করেছেন, ওই ছবিগুলি আসলে দানবের ছবি বলে ভুল করা হয়েছে৷ সিনেমার দৃশ্য গ্রহণের জন্য তিনি ও তাঁর বন্ধুরা ওই জঙ্গলে গিয়েছিলেন ৷ যখন ওই বেশে তিনি মূত্রত্যাগ করছিলেন তখন এক ব্যক্তি হঠাত্ করে এসে তাঁর ছবি তুলে পালিয়ে যান৷