বলেছেন হযরত খুলাইদ (রহঃ) একবার আমি দাঁড়িয়ে নামাজ শুরু করি (প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে) আয়াতটি বার বার পুনরাবৃত্তি করতে থাকি। এমন সময় এক জোরালো গলায় বলে উঠে- এই আয়াতকে বারবার দোহরাবেন না।
আপনি আমাদের চারজন জ্বিনকে কতল করে ফেলেছেন, যারা আপনার এই আয়াত পুনরাবৃত্তির কারণে আসমানের দিকে মাথা তুলতে পারেনি, শেষ পর্যন্ত মারাই পড়েছে।
হজরত খুলাইদ (রহঃ)-এর স্ত্রী বলেছেন- এরপর হযরত খুলাইদ এমন আত্মভোলা হয়ে যান যে আমি তাঁকে চিনতেও পারতাম না। মনে হত যেন, উনি অন্য কেউ।