ঘুষের বিনিময়ে হত্যাকারীকে আড়াল করে নিহত যুবকের মায়ের নামে কলঙ্ক আরোপের পরিণাম

একজন দারোগা অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে সারাক্ষন ছটফট করতো আর বলতো, হাসিনা আমাকে ক্ষমা করে দাও। বহু চিকিৎসা করেও তার রোগের যন্ত্রনা বিন্দুমাত্র লাঘব হয়নি। এ দারোগা একজন মহিলার একমাত্র পুত্রের হত্যাকারীকে ঘুষের বিনিময়ে আড়াল করে হাসিনাকে হত্যাকারী উল্লেখ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দিয়েছিল।

রিপোর্টে সে   লিখেছিল হাসিনা ছিল চরিত্রহীনা। পুত্রের কারণে বেলেল্লাপনা করতে পারতোনা। এ কারণে নিজেই তার একমাত্র সন্তানকে হত্যা করেছিল। এ রিপোর্ট দেওয়ার পর দারোগা অজ্ঞাত রোগে আক্রান্ত হলো। তার রোগ এতো বেড়ে গিয়েছিল যে, রোগের যন্ত্রণায় স্বেচ্ছায় সে চাকুরী ছেড়ে দিয়েছিল।

তারপর বাড়িতে এসে বিছানায় রাতদিন ছটফট করতো আর বলতো হাসিনা আমাকে ক্ষমা করে দাও। দারোগা বলতো আমি প্রায়ই হাসিনাকে স্বপ্নে দেখি।

আরো পড়তে পারেন...

ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক।…

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

ভালুক ও কাঠবিড়ালী

কবি কাজী নজরুল ইসলামের ‘খুকি ও কাঠবিড়ালী’ কবিতাটি কম-বেশি সবাই পড়েছে। এ কবিতাটির কারণেই ছোট্ট…

ঘুষের বিনিময়ে হত্যাকারীকে আড়াল করে নিহত যুবকের মায়ের নামে কলঙ্ক আরোপের পরিণাম

একজন দারোগা অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে সারাক্ষন ছটফট করতো আর বলতো, হাসিনা আমাকে ক্ষমা করে দাও। বহু চিকিৎসা করেও তার রোগের যন্ত্রনা বিন্দুমাত্র লাঘব হয়নি। এ দারোগা একজন মহিলার একমাত্র পুত্রের হত্যাকারীকে ঘুষের বিনিময়ে আড়াল করে হাসিনাকে হত্যাকারী উল্লেখ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দিয়েছিল।

রিপোর্টে সে   লিখেছিল হাসিনা ছিল চরিত্রহীনা। পুত্রের কারণে বেলেল্লাপনা করতে পারতোনা। এ কারণে নিজেই তার একমাত্র সন্তানকে হত্যা করেছিল। এ রিপোর্ট দেওয়ার পর দারোগা অজ্ঞাত রোগে আক্রান্ত হলো। তার রোগ এতো বেড়ে গিয়েছিল যে, রোগের যন্ত্রণায় স্বেচ্ছায় সে চাকুরী ছেড়ে দিয়েছিল।

তারপর বাড়িতে এসে বিছানায় রাতদিন ছটফট করতো আর বলতো হাসিনা আমাকে ক্ষমা করে দাও। দারোগা বলতো আমি প্রায়ই হাসিনাকে স্বপ্নে দেখি।