ঘরের দেয়াল ও চৌকাট আমীনঃ আমীনঃ বলল

একবার রাসূলুল্লাহ (সাঃ) স্বীয় পিতৃব্য হযরত আব্বাস (রাঃ) কে বললেন, আগামীকাল আমি না আসা পর্যন্ত আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। আপনাদের সাথে আমাদের বিশেষ প্রয়োজন আছে।

রাসূলুল্লাহ (সাঃ) এর কথামত হযরত আব্বাস (রাঃ) এর পরিবার বর্গ পরদিন তার জন্য গৃহে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষন পর তিনি তাশরীফ এনে মান্যবর পিতৃব্য আব্বাসের সাথে কুশল বিনিময়ের পর সকলকে এক স্থানে একত্রিত হয়ে বসলে তিনি একটি চাদর দ্বারা সবাইকে ঢেকে দিলেন অতঃপর তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন।

হে আল্লাহ ইনি আমার চাচা আর তারা আমার আওলাদ আজ আমি যেমনি ভাবে তাদেরকে চাদর দ্বারা ঢেকে রাখলাম, তুমি ও তাদেরকে এমনিভাবে দোজখের আগুন হতে হেফাজত করো। রাসূলে পাক (সাঃ) এর মোনাজাতের সাথে সাথে ঘরের দেয়াল ও চৌকাট আমীন! আমীন! বলছিল।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।