একদিন এক কৃষকের বাড়িতে হানা দিলেন
এক
গোয়েন্দা। সহজ-সরল কৃষককে ধমক
দিয়ে গোয়েন্দা বললেন, ‘সরে দাঁড়াও, আজ
তোমার
বাড়িতে তল্লাশি করব!’ কৃষক বললেন,
‘তল্লাশি করতে চান, করুন স্যার। কিন্তু
দয়া করে বাড়ির উত্তর দিকের
মাঠটাতে যাবেন
না।’ গোয়েন্দা কৃষকের নাকের ডগায়
পরিচয়পত্রটা ঝুলিয়ে বললেন, ‘এটা চেনো?
এখানে আমার নাম লেখা আছে—
গোয়েন্দা ছক্কু
মিঞা! এটা দেখলে যে কেউ ভয়ে কুঁকড়ে যায়!
আর
তুমি কিনা আমার কাজে বাধা দিতে চাও?’
ঝাড়ি খেয়ে আর কিছু বললেন না কৃষক।
কিছুক্ষণ পরই দেখা গেল, উত্তর দিকের
মাঠ
থেকে গোয়েন্দা ছক্কু মিঞার চিৎকার
শোনা যাচ্ছে,
‘বাঁচাও! আমাকে বাঁচাও!’ কৃষক
ছুটে গিয়ে দেখলেন,
একটা ষাঁড় ছক্কু মিঞাকে তাড়া করছে। দূর
থেকে কৃষক বললেন,,,
‘স্যার, ওকে আপনার
পরিচয়পত্রটা দেখান!
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।