গোপালের ভাইপোও কাকার উপযুক্ত বটে। কেউ কম নয়।
রাজা কৃষ্ণচন্দ্রের আর্থিক আনুকূ্ল্যে গোপাল পাকাবাড়ি তুলেছিল। পাকাবাড়ি শেষ হওয়ার পর, গোপাল একদিন তার নূতন তৈরি পাকাবাড়ির ছাদে দাঁড়িয়ে পাশের কুঁড়েঘরবাসী ভাইপোকে বলল- ওরে শামু, বাড়ির ভেতর বসে কি করছিস রে?
গোপালের ভাইপো শামু বাড়িতেই ছিল, সে কাকার প্রশ্নের উত্তর দেবার কোনও প্রয়োজন বোধ করল না। কারণ সে জানত, ভাইপোকে ডাকবার কোন প্রয়োজন কাকার ছিল না,নূতন বাড়ির ছাদে দাঁড়িয়ে ভাইপোকে ডেকে বাড়িটা দেখাতে চেয়েছিল।
এক বছর পর গোপালের ভাইপো একটা পাকাবাড়ি তৈরি করে, সেই নূতন বাড়ির ছাদে দাঁড়িয়ে ডাকতে লাগল- ও কাকা, কাকা, গত বছর তুমি আমায় ডেকেছিলে কেন?
গোপাল বসে বসে ভাবল-ভাইপো লায়েক হয়েছে। কাকার মনের কথা ঠিক ধরতে পেরে, ঠিক সময়েই জবাব দিয়েছে বটে!
–সংগৃহীত
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।