গোপালের বেয়াই

গোপাল একবার তার দুই বেয়াইয়ের সাথে এক জায়গায় যাচ্ছিলেন। পথের ধারে দক্ষিণমুখো হয়ে সে প্রস্রাব করতে বসলে এক বেয়াই বলল, “আরে, করেন কী? আপনি জানেন না, দিনের বেলা দক্ষিণমুখো হয়ে প্রস্রাব করতে নেই, শাস্ত্রে নিষেধ আছে!” অপর বেয়াই বলল, “শুনেছি, উত্তরমুখো হয়েও নাকি ওই কাজটি করতে নেই।”

গোপাল বলল, “ওসব পন্ডিতলোকদের বচন, আমি গাঁইয়া মুখ্যুসুখ্যু মানুষ, ওসব বাছবিছার আমি করি না, সব মুখেই প্রস্রাব করি। বড় বেয়াই যে মুখে বললেন, সে মুখে করি, আর ছোট বেয়াই যে মুখে বললেন, সে মুখেও করি।”

গোপালের মুখের কথা শুনে বেয়াইদের মুখে আর কথা নেই।

মায়ের ভালোবাসা

মায়ের ভালোবাসা!!

রাজার ইচ্ছা !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *