একদা এক বনে এক প্রকাণ্ড ঈগল পাখি থাকত।আর সেই বনে আন্যান্য প্রানিদের মধ্যে এক নিরহ খোরগোশ ও ভদ্র আচারন যুক্ত গুবরে পোকা বাশ করতো।একদিন খরগোশ কে সেই ঈগল পাখি তাড়া করল।খরগোশ তখন খুঁজতে লাগল এমন কাউকে যদি পাওয়া যায় যে তাকে সাহায্য করতে পারবে।
পালাবার পথে এক গুবরে পোকা ছাড়া আর কাউ কে দেখতে পেল না।অগ্যতা কোন উপায় না দেখে খরগোশ টি গুবরে পোকাকে বলে ফেলল-ভাই ঐ ঈগলটার হাত থেকে তুমি আমাকে বাচাও।
গুবরে পোকা বললো-ভয় নেই তোমার,যাচ্ছি আমি ওর কাছে এই বলে গুবরে ঈগলের কাছে গিয়ে বললো-শোন তুমি ওই খরগোস টা কে ধরো না।ওকে ছেড়ে দাও।ও আমার শরণ নিয়েছে।ক্ষুধাত ঈগলটি তখন গুবরের কোথায় পাত্তা নাদিয়ে বললো-বটে!ওকে ছেড়ে দেব!এই দ্যাখ না কেমন ছেড়ে দিচ্ছি-এই বলেই ঈগল তুক্ষনি ছোঁ মেরে খরগোশটিকে ধরে গপ করে খেয়ে ফেললো।
এইসব দেখে গুবরে মনে মনে গজরাতে লাগল।দাড়াও আর শোধ আমি তুলবোই।
সেই থেকেই তক্কেতক্কে রইল গুবরে-ঈগল কখন ডিম পাড়ে।কোথায় বাসা বাঁধে ইত্যাদি।
তারপর যথা সময় ঈগল ডিম পাড়ল।আর টা দেখে নিয়ে গুবরে তার বাসায় উড়ে গিয়ে তাঁর ডিমগুলো ঠলে ঠেলে মাটিতে ফেলে দিল।এর পর থেকে যখনি ঈগল ডিম পাড়তে লাগল তখনই গুবরে ডিমগুলো নষ্ট করে দিতে লাগল।
এই ভাবে বার বার ডিম গুলো নষ্ট হতে থাকায় কোথায় নিরাপদ ঠাই না পেয়ে অবশেষে ঈগল দেবতা জিউসের শরনাপন্ন হয়ে বললো-প্রভু আর পারছি না প্রভু,আপনি আমাকে একটা জায়গাদেখে দিন যেখানে আমি নিরাপদে ডিম পাড়তে পারব। ডিম গুলো নিরাপদে থাকে।আমি তো আপনারিই সৃষ্টি,আপনার একান্ত সেবক। দেবতা জিউস বলেন-বেশ,কোথাও যেতে হবে না,তুমি আমারি কোলে ডিম পাড়ো।জিউসের কথা মতো ঈগল পাখি তাই করল।
এদিকে গুবরে টা দেখে ফেললো।দেখেই সে একটা নোংরা গু এর ডেলা মুখে করে নিয়ে জিউসের মাথার উপর উড়ে গিয়ে তাঁর গায়ে ফেলে দিল।ডেলাটা জিউসের কোলে এসে পড়ল।
ঐ নোংরা জিনিস কলের উপরে পড়ায় জিউস আর কোন কথা না ভেবেই একবার কোল ঝাড়া দিতেই ঈগলের ডিম গুলো নিচে পড়ে ভেঙে গুড়ো গুড়ো হয়ে গেল।
এরপর থেকেই জনশ্রুতি আছে যে,সেই থেকে যে ঋতুতে গুবরে পোকা বেরোয়-ঈগল পাখি আর সে ঋতুতে এর ডিম পাড়ে
না।
উপদেশঃতুচ্ছ ভেবে কাউকে অবজ্ঞা করতে নেই।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।