আমার বাড়ির গল্প। এবার আমাদের বাড়ির বর্ণনাটা দেই –আমাদের বাড়ি মেইন রোড থেকে ১.৩০ সেকেন্ডের রাস্তা। রাস্তা টা মাটির। বাড়ি যাওয়ার পথে রাস্তার দুই ধারে দুটি পুকুর পড়ে যার একটি ভাল অন্নটি খারাপ।
খারাপ পুকুরটার চারপাশে ছিল ঘন জঙ্গল তার মাঝে ছিল একটা বড় আম গাছ। ঘটনার আগের দিন গাছটা কেটে ফেলা হয়েছিল। এবারের ঘটনা সেই কাঁটা আম গাছকে ঘিরে- একদিন আমার কাকা রাত ১০ টার দিকে বাড়ি ফিরছিল। পুকুর পাড়ে আসতেই চোখ পড়ল জঙ্গলের দিকে। কাকা অবাক হল। দেখল তার চাচি গাছের গুড়ালির উপর বসে বসে কাঁদছে। সে তার চাচিকে কিছু বল্লনা। রেগেমেগে আগুন হয়ে বাড়ীতে গিয়ে তার চাচাতো ভাইকে বকা দেয়া শুরু করল। বলল- তোমার মা এত রাতে জঙ্গলের ভিতর বসে কাঁদে আর তুমি ঘরে শুয়ে শুয়ে ঘুমাও তাইনা?
ছেলে হয়ে মা কে এত কষ্ট দাও কি করে ? তখন তার চাচাতো ভাই বলল তুই এসব কি বলছিস, (কাকাকে ডেকে নিয়ে) ঐ তো আমার আম্মা তো ঘরেই ঘুমাচ্ছে। এটা কাকা দেখে অবাক হল, প্রচণ্ড ভয় পেল।বলল- আমি তাহলে জঙ্গলের কাঁটা গাছটার উপর কাকে দেখলাম ?? (বাস্তব ঘটনা)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।