গুড়ালির উপর বসে বসে কাঁদছে

আমার বাড়ির গল্প । এবার আমাদের বাড়ির বর্ণনাটা দেই –আমাদের বাড়ি মেইন রোড থেকে ১.৩০ সেকেন্ডের রাস্তা । রাস্তা টা মাটির । বাড়ি যাওয়ার পথে রাস্তার দুই ধারে দুটি পুকুর পড়ে যার একটি ভাল অন্নটি খারাপ ।
খারাপ পুকুরটার চারপাশে ছিল ঘন জঙ্গল তার মাঝে ছিল একটা বড় আম গাছ । ঘটনার আগের দিন গাছটা কেটে ফেলা হয়েছিল । এবারের ঘটনা সেই কাঁটা আম গাছকে ঘিরে- একদিন আমার কাকা রাত ১০ টার দিকে বাড়ি ফিরছিল । পুকুর পাড়ে আসতেই চোখ পড়ল জঙ্গলের দিকে । কাকা অবাক হল । দেখল তার চাচি গাছের গুড়ালির উপর বসে বসে কাঁদছে । সে তার চাচিকে কিছু বল্লনা । রেগেমেগে আগুন হয়ে বাড়ীতে গিয়ে তার চাচাতো ভাইকে বকা দেয়া শুরু করল । বলল- তোমার মা এত রাতে জঙ্গলের ভিতর বসে কাঁদে আর তুমি ঘরে শুয়ে শুয়ে ঘুমাও তাইনা?
ছেলে হয়ে মা কে এত কষ্ট দাও কি করে ? তখন তার চাচাতো ভাই বলল তুই এসব কি বলছিস, (কাকাকে ডেকে নিয়ে) ঐ তো আমার আম্মা তো ঘরেই ঘুমাচ্ছে । এটা কাকা দেখে অবাক হল, প্রচণ্ড ভয় পেল ।বলল- আমি তাহলে জঙ্গলের কাঁটা গাছটার উপর কাকে দেখলাম ?? (বাস্তব ঘটনা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়তে পারেন...

একটি বোকা ছেলের করুণ পরিণতি

আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার মার মুখে শোনা ঘটনা।। তখন আমার মা…

মধুমক্ষী পালন প্রকল্প

ভুলু আঙুল উঁচিয়ে উত্তেজিত হয়ে বলল, চপ্পল, সামনের ওই ভদ্রলোককে দ্যাখ একবার। এমন দেখেছিস কোনওদিন?…

শকুন ও শেয়াল

এক শকুন আর এক শেয়ালের মাঝে বন্ধুত্ব হয়েছিল। একদিন শেয়াল বন্ধু শকুনকে বলল: ‘দোস্ত! তুমি…