গায়েবী আওয়াজ

ইবনে সায়াদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা চারজন হজ্জের উদ্দেশ্যে সফর করছিলাম। ইয়ামানের একটি মাঠ অতিক্রমের সময় অদৃশ্য হতে আমরা কয়েকটি কবিতা শুনতে পেলাম। ঐ কবিতাগুলোর অনুবাদ হলো-

“হে মুসাফির! তোমরা যখন জমজম ও হাতিমের নিকট পৌছবে তখন আল্লাহ্‌র নবী মুহাম্মদ (সাঃ) এর নিকট আমাদের এ পয়গাম পৌছাবে যে, আমরা তার দ্বীন কবূল করেছি। ঈসা (আঃ) আমাদেরকে অসীয়ত করেছিলেন, যখন আল্লাহ্‌র নবী আহমদ (সাঃ) আগমন করবেন, তখন তোমরা তার উপর ঈমান এনো।

দুঃখিত!