গায়েবী আওয়াজ

ইবনে সায়াদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা চারজন হজ্জের উদ্দেশ্যে সফর করছিলাম। ইয়ামানের একটি মাঠ অতিক্রমের সময় অদৃশ্য হতে আমরা কয়েকটি কবিতা শুনতে পেলাম। ঐ কবিতাগুলোর অনুবাদ হলো-

“হে মুসাফির! তোমরা যখন জমজম ও হাতিমের নিকট পৌছবে তখন আল্লাহ্‌র নবী মুহাম্মদ (সাঃ) এর নিকট আমাদের এ পয়গাম পৌছাবে যে, আমরা তার দ্বীন কবূল করেছি। ঈসা (আঃ) আমাদেরকে অসীয়ত করেছিলেন, যখন আল্লাহ্‌র নবী আহমদ (সাঃ) আগমন করবেন, তখন তোমরা তার উপর ঈমান এনো।

জ্বীনদের প্রতারণা

এক বদনা পানিতে অভাবিত বরকত