গাধার লেজে ইবলীস
হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেছেনঃ আল্লাহ্ যখন গাধাকে নৌকায় উঠানোর ইচ্ছা করেন, সেই সময় হযরত নূহ (আঃ) নৌকায় তোলার জন্য গাধার কান ধরে টানেন এবং শয়তানও তখন গাধার লেজ ধরে টানতে থাকে।
অর্থাৎ একদিকে হযরত নূহ (আঃ) গাধাটাকে তাঁর দিকে টানছিলেন, আর অন্যদিকে অভিশপ্ত ইবলীসও টানছিল তাঁর নিজের দিকে। একসময় হযরত নূহ (আঃ) গাধার উদ্দেশ্যে বললেন, ওরে শয়তান উঠে আয়। এমনি গাধাটা নৌকার ভিতর ঢুকে যায় এবং তাঁর সাথে শয়তানও ভিতরে ঢুকে পড়ে।
তারপর নৌকা যখন চলছিল সেই সময় ইবলীস গাধার লেজ থেকে গান গাইতে শুরু করে। হযরত নূহ (আঃ) বলেন, তুই ধ্বংস হ! তোকে কে নৌকায় উঠার অনুমতি দিল? শয়তান বলল, আপনি তো দিয়েছেন। হযরত নূহ (আঃ) তখন বলল, আমি কখন তোকে অনুমতি দিলাম? শয়তান বলল, আপনি তো গাধাকে বলেছেন, ওরে শয়তান উঠে আয়। আপনার অনুমতি পেয়েই তো আমি উঠেছি।