গাধা,চাষী ও তার ছেলে

একদা এক দেশে এক চাষী ছিল।চাষীটির ছিল একটি গাধা।টাকার প্রয়োজন হওয়ায় চাষিটি গাধাটাকে বিক্রি করার জন্য হাটে নিয়ে যাচ্ছে।কিছুদুর যাওয়ার পর দেখা গেল কতগুলো ছেলে পথে দাঁড়িয়ে গল্প করছে।চাষীকে ও তার ছেলে কে গাধানিয়ে হেটে যেঁতে দেখে তাদের মধ্যে একজন বলে উঠল আরে আরে দেখছিস ওরা কি বোকা,দেখ দেখ ওরা দু,জনে হেটে যাচ্ছে।অথচ ওদের মধ্যে একজন গাধার পিটে উঠে দিব্যি চড়ে যেতে পারে।চাষী এই কথা শুনে ছেলেকে গাধার পিঠে চড়িয়ে নিজে তাদের পেছন পেছন হেঁটে চলল।কিছুদূর যাওয়ার পর চাষিটি শুনতে পেল,কয়েক জন বৃদ্ধা পথের ধারে বসে কি নিয়ে যেন তর্কাতর্কি করছে।চাষী একটু কান পেতে শুনে বুঝতে পারলেন- বৃদ্ধাদের মধ্যে একজন বলছেন –দেখ,দেখ, আমি যা বলেছিলাম ঠিক তাই,এ যুগের ছেলেরা তাদের বাপের উপর কোন মায়ামমতা তাহাদের নেই।নইলে বাপকে হাটিয়ে ছেলে গাধার পিঠে আরাম করে যাই।তাছাড়া সেই বৃদ্ধাটি গাধার পিঠে বসে থাকা ছেলেটিকে আচ্ছা করে ধমক দিল।লজ্জা করে না তোর?বাপ কে হাঁটিয়ে নিজে গাধার পিঠে যেতে?ছেলেটি এ কথায় বিষণ লজ্জা পেল।এবং গাধার পিঠ থেকে নেমে বাপকে গাধার পিঠে চড়িয়ে দিল।

কিছদুর যাওয়ার পর তাহাদের সামনে পড়ল কয়েক জন স্ত্রীলোক,তাহাদের মধ্যে একজন বলল,দেখেছি বুড়োটার কি আক্কেল!নিজে আরামে গাধার পিঠে বসে ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে!এবার চাষী খুব লজ্জা পেল।স্ত্রীলোকদের এই কথা শুনার পর নিজে গাধার পিঠে উঠল এবং ছেলে কেউ গাধার পিঠে চড়িয়ে নিল।এবার বাপ ও ছেলে দু,জনে গাধার পিঠে চড়ে কিছুদূর যাওয়ার পর তাদের সামনে পড়ল একজন লম্বা লোক।লোকটি চাষী ও তার ছেলেকে ও ভাবে গাধার পিঠে চড়ে যেতে দেখে ক্রুর দৃষ্টিতে চেয়ে বললো-শোন শোন-চাষী বললো এ গাধাটা কার?

চাষী-কেন,গাধাটা তো আমার।

লোকটি-তা তো মনে হচ্ছে না।

চাষী-কেন?

লোকটি বললো-তোমার গাধা হলে,এই অবেলা জিবটির উপর তোমার মায়া দয়া থাকতো।

এমন নিরিহ জিবের উপর তোমরা দু,জনে চড়ে যাচ্ছো,এতে কষ্ট হয়না এর।

 

যে কষ্ট তোমরা এতক্ষন এই অবেলা নীরহ জীবটিকে দিয়েছো তার জন্য তোমাদের এখন প্রায়শ্চিত্ত করা উচিৎ।এখন একেই তোমাদের কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া উচিত।লোকটার কোথায় বাপ ও ছেলে দু,জনেই গাধার পিঠ থেকে নেমে একটি দড়ি দিয়ে গাধার পা বেঁধে পায়ের ভিতর বাঁশ চালিয়ে দিয়ে দু,জনে তাকে কাধে করে নিয়ে চললো।হাটে যাওয়ার পথে পড়ল একটা খাল।সেই খালের উপর একটা সাঁকো ছিল।বাপ আর ছেলে গাধা কাঁধে করে ঐ সাঁকোর উপর উঠতেই হাটের বহু লোক তাদের এই কাণ্ড দেখে এমন হাসি শুরু করল যে শুনে গাধা ভয় পেয়ে পা ছুড়তে শুরু করতেই পায়ের দড়িটা গেল ছিড়ে।আর সঙ্গে সঙ্গে গাধাটা জলে পড়ে গিয়ে দম আটকে মারা গেল। চাষী এতে কিছুক্ষন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলো।নিজেকে সামলে নেবার পর সে দিঃশ্বাস ছেড়ে বললো-যে যা বলেছে তাই শুনে আমি তাদের খুশি করতে গেছি।কিন্তু কাউকে তুষ্ট করতে পারলাম না।মাঝখান থেকে আমাকে আমার গাধাটা লোকসান করতে হলো।

উপদেশঃসবাই কে খুশি করতে গেলে কাউকেই খুশি করা যায় না।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!