গতকাল যা করেছিলাম–বিষ্ণু কুমার

নসুদা আর ভানুদা দুই বন্ধু । কেউ কাউকে না বলে কিছু করে না। এখন নসুদা যাচ্ছে ভানুদার বাড়িতে। ভানুদার বাড়িতে যেতে নসুদাকে একটি গলি দিয়ে যেতে হবে। বর্ষার সময় তাই গলিতে প্রচুর কাদা জল তাই যাতায়াতের সুবিধার জন্য ইট পেরে দিয়েছে ভানুদা। তবে এক জনের বেশি দু জন পাশাপাশি যাওয়া যাবেনা। নসুদা এবার যাচ্ছে গলি দিয়ে আর মনে মনে ভাবছে পায়ে নতুন জুতা যদি কাদার ভিতর পরে যাই তাহলে কি হবে। একথা ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখল একটি লোক আসছে অপর দিক থেকে।

এখন পাশ কাটিয়ে যেতে হলে এক জনকে কাদায় নামতেই হবে। দুজন সামনে আসতেই নসুদা বললো আপনি নামুন নয়তো গতকাল যা করেছিলাম তাই করবো। লোকটি কিছু না বুঝে কাদায় নেমে পরল। নসুদা পুনরায় আবার হাটা শুরু করল। কিছু দূর যেতে লোকটি চেচিয়ে নসুদাকে জিঙ্গাসা করল আপনিতো চলে যাওয়ার আগে একটু বলবেন গতকাল আপনি কি করেছিলেন? তখন নসুদা বললো ‘আপনি যা করলেন আমি তাই করেছিলাম’।

পাঠিয়েছেন- বিষ্ণু কুমার

মহেশপুর,ঝিনাইদহ থেকে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!