খেজুর শীষের সাক্ষ্য-দান

হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক বেদুঈন রাসূলুল্লাহ (সাঃ) এর দরবারে এসে আরজ করল, আমি কি করে জানব যে, আপনি আল্লাহ্‌ তা’আলার রাসূল।

রাসূল পাক (সাঃ) একটি খেজুর বৃক্ষের দিকে ইশারা করে বললেন, আমার আহবানে এ গাছের খেজুর শীষটি এসে যদি আমার রেসালাতের সাক্ষ্য দেয়? এ বলে তিনি খেজুর শীষটিকে ডাকলেন। সাথে সাথে তা রাসূল পাক (সাঃ) এর সামনে লুটিয়ে পড়ে তার রেসালতের সাক্ষ্য দিল।

অতঃপর রাসূল পাক (সাঃ) তাকে স্বস্থানে ফিরে যেতে অনুমতি দিলে সে বৃক্ষচুড়ায় ফিরে গেল। এ অভাবিত দৃশ্য দেখে সেই বেদুঈন ইসলাম গ্রহণ করে ধন্য হলেন।

খেজুর শীষের সাক্ষ্য-দান

হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক বেদুঈন রাসূলুল্লাহ (সাঃ) এর দরবারে এসে আরজ করল, আমি কি করে জানব যে, আপনি আল্লাহ্‌ তা’আলার রাসূল।

রাসূল পাক (সাঃ) একটি খেজুর বৃক্ষের দিকে ইশারা করে বললেন, আমার আহবানে এ গাছের খেজুর শীষটি এসে যদি আমার রেসালাতের সাক্ষ্য দেয়? এ বলে তিনি খেজুর শীষটিকে ডাকলেন। সাথে সাথে তা রাসূল পাক (সাঃ) এর সামনে লুটিয়ে পড়ে তার রেসালতের সাক্ষ্য দিল।

অতঃপর রাসূল পাক (সাঃ) তাকে স্বস্থানে ফিরে যেতে অনুমতি দিলে সে বৃক্ষচুড়ায় ফিরে গেল। এ অভাবিত দৃশ্য দেখে সেই বেদুঈন ইসলাম গ্রহণ করে ধন্য হলেন।

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…