খেজুর শীষের সাক্ষ্য-দান

হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক বেদুঈন রাসূলুল্লাহ (সাঃ) এর দরবারে এসে আরজ করল, আমি কি করে জানব যে, আপনি আল্লাহ্‌ তা’আলার রাসূল।

রাসূল পাক (সাঃ) একটি খেজুর বৃক্ষের দিকে ইশারা করে বললেন, আমার আহবানে এ গাছের খেজুর শীষটি এসে যদি আমার রিসালাতের সাক্ষ্য দেয়? এ বলে তিনি খেজুর শীষটিকে ডাকলেন।

সাথে সাথে তা রাসূল পাক (সাঃ) এর সামনে লুটিয়ে পড়ে তার রিসালাতের সাক্ষ্য দিল।

অতঃপর রাসূল পাক (সাঃ) তাকে স্বস্থানে ফিরে যেতে অনুমতি দিলে সে বৃক্ষচুড়ায় ফিরে গেল। এ অভাবিত দৃশ্য দেখে সেই বেদুঈন ইসলাম গ্রহণ করে ধন্য হলেন।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!