আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার বাবার জীবনের ঘটনা।
শবে বরাতের রাতে বাবা প্রায়ই দাদা-দাদীর কবর(বনানী) যিয়ারত করতে যান।
দাদা-দাদীর কবর অনেকটা ডেড এন্ড এর মত জায়গায়। অর্থাৎ এরপর ৬/৭ টা কবর তারপর উঁচু দেয়াল দেওয়া, বেরিয়ে যাবার পথ নেই।
আর বের হওয়ার গেইট অনেক দূরে। দাদা-দাদীর কবরের পাশেই মোটামুটি চওড়া (গোরস্থানের অন্যান্য রাস্তার তুলনায়) রাস্তা আছে।
দাদা-দাদীর কবরের দিকে মুখ করে দাঁড়ালে বামদিকে ডেড এন্ড, ডানদিক দিয়ে আসতে হয়।
আমিও বেশ কয়েকবার শবে বরাতের রাতে ওখানে গিয়েছিলাম, তাই জানি এই রাতে কবরস্থানে সাধারণত জনসমাগম বেশি হয়।
আমি যেদিনের ঘটনা বলছি সেদিন অবশ্য আমি যাইনি, বাবা একা গিয়েছিলেন।
বরাবরের মত সেই রাতেও বেশ জনসমাগম ছিল কবর জিয়ারতের জন্য।
বাবা দাদীর কবর জিয়ারতের সময় হঠাত্ বিদ্যুত্ চলে যায়। দোয়া-দুরূদ পড়া শেষ করে বাবা তখন মোনাজাতের জন্য হাত তোলেন।
ঠিক সেই সময় ডানদিক থেকে কারো আসার শব্দ পান। শব্দটা বাবার ঠিক পেছনে এসে থেমে যায়।
মোনাজাতের সময় অনেকেই যোগ দেন। কেউ টাকা পাবার আশায়, কেউবা ভালো মন নিয়ে।
তাই বাবা সেদিকে মনোযোগ দেননি। বাবা মোনাজাত শেষ করে পিছনে ফিরে কাউকেই দেখতে পেলেন না।
এরপর তিনি চলে আসেন। আসার পথে দেখলেন গেইটের ভেতরে কেউ নেই, বাইরেও মানুষজন খুব একটা ছিল না।
বাবা বের হয়ে গাড়ির কাছে আসতেই ড্রাইভার বললেন, আপনি এতক্ষণ ভিতরে ছিলেন? কারেন্ট চলে যাবার সাথে সাথেই তো সবাই বের হয়ে গেছে।