এক কুমিরের শখ হল তার ৭ কুমির বাচ্চাকে পড়াবে। তার গ্রামেই শিয়াল পন্ডিতের পাঠশালা ছিল। সে কুমিরকে নিয়ে শিয়ালের পাঠশালায় ভর্তি করিয়ে দিলো।সেটা ছিল আবাসিক। যাই হোক, শিয়ালের ছিল কুমিরের বাচ্চার প্রতি বিশেষ লোভ। সে একে একে বাচ্চা খেতে আরম্ভ করলো, এবং যখন কুমির দেখতে আসত,তখন এক বাচ্চাই বারবার দেখাতো।
একদিন কুমিরের সন্দেহ হলো, সে দেখতে চাইলো , সবগুলো বাচ্চাকে পাশাপাশি, কিন্তু ততক্ষনে তো শিয়াল মামা বাকি একটা বাচ্চা খেয়েও ফুট।
সুবচনঃ দুস্ট লোকের কাছে ভালো কাজের ভার দিতে নেই।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।