ভীন দেশি এক রাজা ছিল সে ভিষন যেদী এবং রাগী ছিল । তিনী গল্প শুনতে ভীষন ভাল বাসতেন । তিনী এত গল্প শুনেছেন যে তাকে গল্প শুনানোর জন্য রাজ্য আর কোন লোক রাজাকে গল্প শুনাতে পারছে না । রাজা রাজ্যে ডেরা পিটিয়ে জানিয়ে দিলেন আমাকে যে গল্প বলে খুশি করতে পারবে তাকে রাজ্রের অধেক সম্পত্তি দিয়ে দিব আর জদী রাজাকে খুশি করতে না পারে তার গদ্দান জাবে ।
রাজ্যে এ গরীব ব্রাক্ষণ ছীল সে এ খবর শুনতে পেল এর ভাবলে রাজাকে গল্প শুনীয়ে খুশি করতে পারলে তার আর কোন দুঃথ দুরদশা থাকবে না আবার ভাবলেন যদী রাজাকে খুশি করতে না পারী তা হলে গদ্দান যাবে । অনেক ভেবে দেখলেন এভাবে না বেচ মরাই ভাল । তাই ব্রক্ষণ রাজাকে গীয়ে বলেন আমি আজ আপনাকে গল্প শুনাবো । রজা ব্রাক্ষণ বলেন আমাকে জদী গল্প শুনীয়ে মুগ্ধ করতে না পার তাহলে আপনার গদ্ধান যাবে । ব্রাক্ষণ বলেন আমি আপনাকে গল্প শুনাবো । ব্রাক্ষন এই বলে রাজ সবা থেকে বেরীয়ে এলেন । এ দিকে রাজ্যের সব যায় গার প্রচার হয়ে গেল ব্রাক্ষন এর কথা । এ দিকে ব্রাক্ষণ রাজ সভা থেকে বের হয়ে পথের ধারে এক বৃক্ষর নীচে বসে ভাচ্ছেন আজ রাজাকে কী গল্প শুনানো যায় এম সময় দেখলেন পীপড়া কুট কুট করে মাটি ঠেলে তাদের বাসা তৈরী করছে তখন চালাক ব্রাক্ষ এট দেখে গল্পের একাট কথা তেরি করে ফেলেন কথাটি হল কটুর কুটুর মাটি ঠেলে আবার কিছু সময় পরে দেখলে একটি শীয়াল গাছের আড়াল থেকে বার বার উকি মেরে ব্রাক্ষণ কে দেখছে তিনী এটি দেখে আর একটি গল্পের কথা তেরি করে ফেলেন যে উচ্চিকি মেরে ভুচকী ঠেলে ব্রাক্ষ জখন উঠে দারালেন তখন শীয়াল টি দৈড়ে পাড়ালে ব্রাক্ষণ এখান থেকে ও একটি গল্পের কথা পেয়ে গেলেন ।
রাতে ব্রাক্ষণ রাজার কাছে এলেন গল্প শুনাতে রাজা ও নতুন গল্প শুনার জণ্য ভীষন আগ্রহী ।
রাজা ব্রাক্ষণ গল্প শুনানোর জণ্য আদেশ করলেন ব্রাক্ষণ গল্প আরম্ভ করলেন ।
কুটুর কুটুর মাটি ঠেলে
রাজা বরলেন খুব সুদ্ধর ।
ব্রাক্ষণ আমার অর একটি লাইন বরলেন
উচ্চিকি মেররে ভুচকী ঠেলে,
রাজা এ কথা আর মা খুশী
ব্রাক্ষণ আবার বরলেন !
আলের ভাই কাইলে শারে গেলো ।
এ দিকে আলে ভাই কাইলে ছিল ভীষন চোর ।রাজ্যে ঘোষনা ছিল তাকে ধরীয়ে দীতে পারলে ১০০৳ স্বণ মুদ্রা দেয়া হবে ।
রাজা এদিকে নতুন গল্প শুনতে পেরে মহা খুশি । রাতে রাজা ঘুমাতে গেলেন । রাজা ঘুমের ঘরে কথা গেুল জব করতে লাগলেন । এদিকে কাইলে রাজার ঘরে চুরি করতে আসল অনেক মুদ্রা পাবার অশায় ।
—লিখেছেন–প্রকাশ সরকার
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।