একবার একটি লোককে কুকুরে কামড়েছিল । সে এতে দারূন ভয় পেয়ে যাকেই সামনে দেখে তাকেই জিঙ্গাসা করে, ভাই আমায় কুকুরে কামড়েছে তুমি যদি এর কোনো ওষূধ জানো তো আমায় বলো । লোকটির এই কথা শুনে একজন লোক বলল-জানি আমি ওষুধ, আমি যা করতে বলব, তা করতে পারবে ?
লোকটা বলল-নিশ্চয়ই পারবো, তুমি বলো,- তাহলে শোনো, কুকুরের কামড়ে যে ক্ষত তোমার সৃষ্টি হয়েছে, সেই ক্ষতের রক্তে এক টুকরো রূটি ভিজিয়ে –যে কুকুরটি তোমায় কামড়েছে তাকে খেতে দাও, তাহলেই তুমি ভালো হয়ে যাবে ।
যাকে কুকুরে কামড়েছে, সেই লোকটি তখন হেসে বলল-ভাই, তোমার এই পরামর্শ মতো চলতে গেলে রক্তমাখা রুটির লোভে শহরে যতো কুকুর আছে তারা সবাই আমাকে তখন কামড়াতে আরম্ভ করবে ।
উপদেশ:বিপদে মাথা ঠিক রেখে কাজ না করলে আরো বিপদে পড়বার সম্ভাবনা থাকে ।