অনেক দিন আগের কথা, এক গ্রামে বাঁস করত এক ব্রামন, সে ছিল খুব গরিব, কিন্ত সৎ ।সে এক সময় পুজা করতে করতে দেখা পেলো এক মুনিবরের । মুনিবর বলল আমি তোমার পুজাই সন্তাষ্ট হয়েছি তুমি কি চাও । ব্রামন বলল ধনী হতে । মুনিবর বলল তাই হবে , বলে মুনিবর এক রাক্ষস ডাকল, ডেকে বলল এ আজ থেকে এ তোমার মালিক এর কথা সুনবে, এ কথা বলে মুনিবর চলে গেল ।
এবার রাক্ষস বামুন এর সাথে কথা বলল , সেখানে কথা হল যে বামুন যদি রাক্ষস কে কাজ না দিতে পারে তাহলে রাক্ষস বামুন কে মেরে ফেলবে , আর বামুন যে কাজ দিবে সে কাজ যদি রাক্ষস না পারে তাহলে বামুন যে শাস্তি দেবে সে শাস্তি রাক্ষস মাথা পেতে নেবে, এই সত্বে দুজনই রাজি ।
বামুনঃ যাউ আমার জন্য খাবার নিয়ে আসো ।
রাক্ষসঃ খাবার নিয়ে হাজির, হুজুর এবার কাজ দিন ।
বামুনঃ ঐ পাহাড়ি এলাকায় একটা নগর তৈরি করে দাও।
রাক্ষসঃ একটি নগর তৈরি করে দিলো , হুজুর এবার কাজ দিন।
বামুনঃ ওখানে জন বসতি করে দাও, এবং একটা প্রাসাদ ও করে দাও।
রাক্ষসঃ তৈরি করে দিলো, হুজুর এবার কাজ দিন।
বামুনঃ আমাকে ঐ প্রাসাদে নিয়ে চলো।
রাক্ষসঃ নিয়ে এলো প্রাসাদে, হুজুর এবার কাজ দিন।
বামুনঃ বামুন ভারি জ্বালাই পড়ল , সে বলল আমার জন্য পোশাক নিয়ে আসো ।
রাক্ষসঃ রাক্ষস এনে দিলো, আর বলল হুজুর এবার কাজ দিন।
বামুনঃ কি করে বামুন কাজ না দিতে পারলে মেরে ফেলবে, ভাছিল।
রাক্ষসঃ হুজুর কাজ দিন , না হলে মেরে ফেলব।
বামুনঃ যাও গ্রামে আমার দুটো বাচ্চা আর গিন্নি আছে ওদের নিয়ে এসো ,
রাক্ষসঃ রুপ ধারণ কোরে নিয়ে এলো বামুন এর দুটো বাচ্চা আর গিন্নি কে , হুজুর এবার কাজ দিন।
বামুনগিন্নি বলল এ তুমি কি করেছো তুমি কি পাগল হলে নাকি,
হুজুর কাজ দিন , না হলে মেরে ফেলব।
বামুনঃ এবার দেখি ওদের জন্য পোশাক আর খবার নিয়ে এসো ।
রাক্ষসঃ খাবার আর পোশাক নিয়ে এলো, হুজুর এবার কাজ দিন।
বামুনঃ এই নগরের সকল কে আমার দরবারে ডাকো , আর খাবার ব্যবস্তা কর ।
রাক্ষসঃ নগরের সকল কে নিয়ে এলো আর খায়ালো, হুজুর এবার কাজ দিন।
বামুনঃ বামুন বেটা ভালো মুশকিলে পড়ল , সে বলল আমাকে ঐ মুনিবরের কাছে নিয়ে চলো ।
রাক্ষসঃ নিয়ে চলে গেল মুনিবরের কাছে, হুজুর এবার কাজ দিন।
বামুনঃ আমি মুনিবরের ঘর থেকে না বের হওয়া পর্যন্ত এই চটি জোড়া নিয়ে দাড়িয়ে থাকো ।
বামুন মুনিবরের কাছে গিয়ে কাঁন্না কাঁটি করতে লাগলো, মুনিবর বলল কি তোর গোলাম তোর কথা শুনছে না?
বামুনঃ শুনছে তো বেশি শুনছে আমার আর ওর চাই না , শুধু মারার হুমকি দেয় , মুনিবর বলল বাইরে একটা কুকুর আছে ওটা কে নিয়ে যা , বামুন একটা রাক্ষস নিয়ে যে জ্বালাই পড়েছি তাই কে সামলাই তাতে এবার কুকুর,
মুনিবরঃ কী করতে হবে শোন , রাক্ষস টাকে ঐ কুকুর এর লেয়াজ সোজা করতে বলবি , রাক্ষস পারবেনা কারন ‘কুকুরের লেয়াজ সোজা হয় না’ মুনিবর বলল এবার যা । বাইরে এলো বামুন, আসে দেখল রাক্ষস চটি হাতে দাড়িয়ে আছে ।
বামুনঃ এই কুকুর টাকে নিয়ে প্রাসাদে চলো ।
রাক্ষসঃ নিয়ে গেল প্রাসাদে , হুজুর এবার কাজ দিন।
বামুনঃ হ্যাঁ কাজ দেব , যাও ঐ কুকুরের লেয়াজ সোজা করে নিয়ে আসো ।
রাক্ষসঃ চলো গেল কুকুরের লেয়াজ সোজা করতে , বার বার চেষ্টা করার পর ও পারলনা , সে বামুন কে বলল হুজুর আমি পারলাম না , আপনি যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেবো ।
বামুনঃ তোমাকে আর কি শাস্তি দেবো , তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যও , আর আটাই তোমার শাস্তি।
রাক্ষসঃ চলে গেলো , বামুন শান্তিতে তার রাজ্য চালাতে থাকে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।