জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন, একবার আমরা রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে সফর করছিলাম। বিশ্রামের জন্য রাসূলুল্লাহ (সাঃ) একটি খেজুর গাছের নিচে বসলেন, এসময় একটি কালো রঙের সাপ এসে রাসূলুল্লাহ (সাঃ) এর কানে মুখ দিয়ে কি যেন বলল, পরক্ষণে রাসূলুল্লাহ (সাঃ) সেই সাপের কানের কাছে মুখ নিয়ে কি যেন বললেন।
তারপর সাপটি অদৃশ্য হয়ে গেল। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি সাপটিকে আপনার কানের কাছে যেতে দিয়েছেন। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, সে ছিল জ্বিন।
অমুক সূরার কয়েকটি আয়াত জ্বিনরা ভুলে গিয়েছিল। সে আয়াতগুলো শোনার জন্য আমার কাছে এসেছিল। অন্যসব জ্বিন একজনকে সাপের আকৃতিতে আমার কাছে পাঠিয়ে অদূরে অপেক্ষা করছিল।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।