ইতিমধ্যে বনি ইসরাইল কন্যা বিবি আছিয়ার কথা তার কানেও পৌঁছে ছিল। অতএব সে দু’কারণেই তাঁকে তার পুত্র বধুরুপে গৃহে আনতে উৎসুক হয়ে পড়ল। একটি কারণ এই যে, আছিয়া দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠা সুন্দরী আবার তেমনি বুদ্ধিমতি। অতএব তাঁকে বধুরুপে প্রাপ্ত হলে পুত্রের যে বদ অভ্যাস, তা দূর হবার আশা করা যায়।
দ্বিতীয় কারণ এই যে, তার নিজের চিরদিনকার উচ্চাকাঙ্খা সফল হতে পারে। বনি ইসরাইলগণ তাদের সাথে পারিবারিক সম্পর্ক বা আত্নীয়তা স্থাপনে কোনদিন রাজী নহে, তবে যদি কোনরূপে সে তার গৃহে তাঁর কন্যা আনতে সমর্থ হয় তা হলে সমাজে তার মর্যাদা এবং প্রতিপত্তি অধিক বেড়ে যাবে।
সুতরাং আর বিলম্ব না করে জনৈক ঘটক ডেকে কাবুসের বিবাহ প্রস্তাব নিয়ে বিবি আছিয়ার পিতা মোজাহামের উদ্দেশ্যে পাঠিয়ে দিল। মোজাহাম সে দিন গৃহ হতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বাজারে গমন করেছিলেন। কাবুসের বিবাহ প্রস্তাব-বাহী ঘটকের সাথে পথিমধ্যে মোজহামের বাজারেই স্বাক্ষাত হয়ে গেল।
ঘটক প্রথমে আনুষ্ঠানিক সম্ভাষণাদির পর মোজাহামকে বলল, জনাব! আমি আপনার কাছে বিশেষ একটি সংবাদ নিয়ে এসেছি, অনুমতি দিলে প্রকাশ করতে পারি।
মোজাহাম বললেন, কি এমন সংবাদ তা খুলে বল না? এবার ঘটক তার আগমণের কারণ ব্যক্ত করে বলতে আরম্ভ করল, জনাব, আপনি কাবুস নামক ছেলেটির কথা নিশ্চয় শুনেছেন। অবশ্য এ কথা সত্য যে, দেশে তার দূর্ণামটাই প্রচার হয়েছে। কিন্তু জানবেন, যার ভিতর মন্দ আছে তার ভিতর ভালও আছে। ছেলেটির জ্ঞান বুদ্ধির অভাব নেই। লেখা-পড়াও কিছু জানে। তবে কতিপয় বখাটে এবং বদমাশ ছেলের পাল্লায় পড়ে সামান্য এদিক সেদিক ঘুরাফিরা করে।
আসলে কিন্তু লোকগণ তাকে যত বেশী খারাপ বলে ভাবে ততটা মন্দ সে মোটেই নয়। ঐ কু-ছেলেগুলির সংসর্গ ত্যাগ করলেই সে দেশের একটি উত্তম ছেলেরুপে গণ্য হবে তাতে কোন সন্দেহ নেই। এজন্যই তার জনক এখন এর একটি উপায় খুজতেছেন।
তিনি নিশ্চিত যে, একটি উত্তম পাত্রী বিবাহ করিয়ে দিলে পুত্র কাবুস সত্যই পথে আসবে। তাঁর এ ধারণার সাথে আমরাও একমত। আর তজ্জন্যই তিনি আমাকে আপনার নিকটে প্রেরণ করেছেন। আপনার আছিয়া নাম্নী একটি শিক্ষিতা এবং সর্বগুণাম্বিতা দুহিতা বর্তমান। কাবুসের পক্ষ হতে আপয়ান্র সে কন্যার বিবাহ প্রস্তাব নিয়ে আমি আপনার কাছে এসেছি।
কাবুসের বিবাহ প্রস্তাব-শেষ পর্ব পড়তে এখানে ক্লিক করুন
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।