কাবুসের বিবাহের তৎপরতা শুরু-পর্ব ১
কাবুসের পিতা বসে থাকার মানুষ নয়। সে তার প্রতিজ্ঞা সফল করে তুলতে সক্রীয়ভাবে তৎপর হয়ে উঠল। এদিকে তার কিবতী বংশীয় প্রভাবশালী বন্ধুগণকে ডেকে বলল, আমি বনি ইসরাঈলের মোজাহাম-কন্যা আছিয়া নামক পাত্রীটিকে স্বীয় পুত্রের জন্য গৃহ বধুরুপে আনতে চাইলাম। ঘটকের কাছে শুনলাম, মোজাহাম এ প্রস্তাবে সম্মত নহে। এ অসম্মতি প্রকৃতপক্ষে আমাদের সমস্ত কিবতীদেরই অপমান বটে। তোমরা কি বল?
সকলে বলল, সে কথা সত্য; এখন তবে কি করতে চাও? কাবুসের পিতা বলল আমি পণ করেছি আছিয়াকে আমি যেভাবেই হোক আমার পুত্রের জন্য আনবই। দরকার হয় তজ্জন্য তার পিতার সাথে কঠোরতা প্রদর্শনেও পিছপা হব না। তোমরা এতে একমত কি না?
সকলে বলল, এ ব্যাপারে আমরা সবাই তোমার মতকে সমর্থন করি। বনি ইসরাঈলদের আস্পর্দ্ধাকে নির্মূল করা একান্তই প্রয়োজন। গুটি কতক লোক এ বিদেশে এসে এখানকার লোকের সাথে বড়াই করবে এটা সহ্যের বাইরে। তুমি কার্য সাধন কর, আমরা তোমার সঙ্গে থাকব।
কিবতী সরদারদের প্ররোচনায় কাবুসের পিতার সাহস এবং উৎসাহ আরও বেড়ে গেল। তখন সে প্রভাবশালী তিন ব্যক্তিকে নির্দেশ দিল, তোমরা একত্রে গিয়ে মোজাহামকে বলবে, আজ হতে সাত দিনের মধ্যে সে যদি আপনা হতে আছিয়াকে কাবুসের সাহতে বিবাহ না দেয় তবে তার পর দিন তার উপর ভীষণ বিপদ নেমে আসবে। আছিয়াকে তার গৃহ হতে ছিনিয়ে তো আনা হবেই; উপরন্তু তার ঘর দরজায় আগুন লাগিয়ে সমস্ত কিছু ভস্ম করে দিব। তাতেও তার মুক্তি মিলবে না। তার উপরে দৈহিক নির্যাতনও করা হবে।