কাবুসের বাদশাহী লাভ-শেষ পর্ব

কাবুসের বাদশাহী লাভ-পর্ব ২ পড়তে এখানে ক্লিক করুন

 তাদের দুরবস্থা দেখে তাঁর মন অতিশয় কাতর হয়ে পড়ল। তিনি স্থির করলেন তাঁর সম্পদরাশি তাদের মাঝে বিলিয়ে দিয়ে ঐ সঙ্কট দূর করবেন। মনে মনে এ প্রতিজ্ঞা করে একদা বনী ইসরাঈলগণকে নিজের বাড়িতে দাওয়াত দিলেন। দাওয়াত পেয়ে তারা তাঁর বাড়ীতে এসে উপস্থিত হলেন।

তিনি তখন সকলকে তাঁর দাওয়াতের কারণ জানিয়ে প্রত্যেককেই যোগ্যানুরূপ অর্থ এবং জায়গা জমি দান করলেন। নিজে তিনি কোনরূপ জীবন যাপন করতে পারেন এ পরিমাণ অর্থ রেখে বাকী সমস্তই বিলিয়ে দিলেন।

বনী ইসরাঈলগণ তাঁর এ অভাবিত দানে যারপরনেই খুশী হয়ে তাঁর জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করলেন। অতঃপর তারা তাঁর নিকট হতে বিদায় নিয়ে যে যার বাড়ীতে চলে গেলেন।

যতদিন আছিয়ার কাছে ধনের প্রাচুর্য ছিল ততদিন ইচ্ছা সত্ত্বেও মনের মত আল্লাহর উপাসনা করতে পারেন নি। পার্থিব বিষয়, ধন-সম্পদ মানুষকে বড়ই বিব্রত রাখে। নিরিবিলি ভাবে ও একাগ্র মনে আল্লাহর কাজে বাধা জন্মিয়ে থাকে। এ জাতীয় বিপদে লিপ্ত আছিয়াও হয়েছিলেন। সুতরাং ধনের ঝঞ্চাট মুক্ত হয়ে তিনি এ বিপদ হতে রেহাই পেয়ে গেলেন। এবার তিনি নিরুদ্বিগ্ন হৃদয় নিয়ে প্রভুর ধ্যানে নিবিষ্ট হতে পারলেন। উদ্বেগ এবং অশান্তি তাঁর না ছিল এমন নহে।

স্বামীর কীর্তি তাঁর হৃদয়ে তুষের অনল জ্বালিয়ে রেখেছিল। সে অনল তাঁর মর্মস্থলে রয়ে রয়ে জ্বলতেছিল। এটা অপেক্ষা তীব্র অশান্তি নারীদের আর নেই। তবে এ অশান্তির স্বরূপ ভিন্ন। এটা নারীকে কখনও আল্লাহর পথ ভুলিয়ে দেয় না; বরং এটা বেশী পরিমাণে পভু-স্মরণের সহায় হয়ে থাকে। বিবি আছিয়ার তা-ই হল। তিনি তাঁর ব্যথিত হৃদয় নিয়ে দিবানিশি শুধু প্রভুর আরাধনা করতে লাগলেন। ক্রন্দন, প্রার্থনা ও উপাসনা ছাড়া সংসারে তাঁর আর কোন কাজ রইল না।

কাবুসের বাদশাহী লাভ- পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!