কাবুসের পরিচয়

বিবি আছিয়ার জন্মের প্রায় সাত আট বছর পূর্বের কথা। মিশরে তখন অতি ধনবান জনৈক কৃষক বাস করছিল। তার অপরিমিত জমি-ক্ষেত, গোলা ভরা শস্য এবং আস্তাবলে বহু সংখ্যক গো-মহিষ ছিল। দিবানিশি তার যমিনে ও খামারে অসংখ্য লোক কাজ – করত।

সে সময় তদঞ্চলে তার মত অত বড় কৃষক আর কেউই ছিল না। কৃষি দ্বারা প্রতি বছর তার গৃহে অফুরন্ত ফসল উঠত। এটা সে মৌসুমে বিক্রয় না করে গোলাজাত করে রাখত এবং দেশে ফসলের দুর্মূল্য দেখা দিলে অতি উচ্চ মূল্যে বিক্রয় করে অজস্র অর্থ উপার্জন করত। এভাবে সে দেশের জনৈক শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছিল। উপার্জিত অর্থ সে আবার গচ্ছিত না রেখে উহা দ্বারা লগ্নী কারবার করত।

দেশের আপামর ধনী-দরিদ্র প্রায় সকলকেই সে ব্যবসা-বাণিজ্যে বা অন্য ব্যাপারে অর্থদ্বারা সাহায্য করে তাদের নিকট হতে প্রতি বছরে বা মাসে সুদ হিসাসবেও অনেক অর্থ উপার্জন করত। এভাবে অর্থের জোরে দেশের ভিতরে তার প্রতি-পত্তিও জন্মেছিল যথেষ্ঠ; কাজেই ইচ্ছায় হউক অনিচ্ছায় হউক লোকগণ তাকে সমীহ করে চলত।

বিবি আছিয়ার জন্মের প্রায় সাত আট বছর পূর্বে এ ধনবান কৃষকের একটি পুত্র ভূমিষ্ট হল। পুত্রটি লাভ কদ্রে সে অত্যন্ত খুশী হল এবং এ খুশীর আবেগে এ উপলক্ষে কিছু অর্থব্যয়ের মনস্ত করল। কতিপয় ঘনিষ্ট বন্ধু-বান্ধবের সাথে পরামর্শ করে স্বগ্রাম এবং চতুস্পার্শ্বস্থ দু’চার গ্রামের সকল লোককে নিমন্ত্রণ করা হল।

এক নির্দিষ্ট তারিখে মহা ধুমধামে বিরাট একটি ভোজ-অনুষ্ঠান অনুষ্ঠিত হল। লোকেরা পরম তৃপ্তিতে ভোজন করে যে যার গৃহে প্রত্যাবর্তন করল। এ ভোজ উতসবের দ্বারা ঐ কৃষকের প্রভাব এবং প্রতিপত্তি পূর্বাপেক্ষাও বৃদ্ধি প্রাপ্ত হল।

কৃষক ছিল কিবতী বংশীয় লোক। তবু সে তার ভোজ-অনূষ্ঠানে কিবতী এবং বনী ইসরাইলদের সকলকেই নিমন্ত্রণ করেছিল। আর বনী ইসরাইল লোকগণও ইহা গ্রহণ করে ভোজনক্রিয়ায় শরীক হয়েছিল।

যে শিশুর জন্মোপলক্ষে ভোজ-অনুষ্ঠান করা হয়েছিল, তার নাম রাখা হল কাবুস। কাবুস দিন দিন বড় হতে লাগল। কাবুসের দৈহিক গঠন-আকৃতি এবং চেহারা অতীব উত্তম ছিল।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!