কাদরিয়া সম্প্রদায় সম্পর্কে সতর্কবাণী

হযরত আবদুল্লাহ বিন ওমর (রাঃ) হতে বর্ণিত। রাসূল (সাঃ) বলেছেন, আমার উম্মতের মধ্যে কাদরিয়াহ নামে একটি সম্প্রদায় আবির্ভূত হবে। আমার উম্মতের এ সম্প্রদায়টি অগ্নি পূজকদের মত হবে। এ রেওয়াতটি তাবরানীর মোজামে আত্তছাতে ও হযরত আনাস হতে বর্ণিত হয়েছে।

কাদরিয়া সম্প্রদায়ের বক্তব্য হল, যে কোন কাজ সমাপ্ত করতে মানুষ সম্পূর্ণ স্বাধীন, মানুষের কোন কাজে আল্লাহ পাকের কোন দখল নেই। অর্থাৎ আল্লাহ পাক যেন অপরাগ ও শক্তিহীন হয়ে পড়েছেন, আর মানুষ সর্ব ক্ষেত্রে শক্তিমান ও স্বাধীন ক্ষমতার অধিকারী।

আল্লাহর রাসূল (সাঃ) এর উক্ত ভবিষ্যদ্বানীটি সত্যে প্রমাণিত হয়েছে। ফেরকায়ে মোতাজিলা ও রাফেজী ফেরকা উক্ত সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত কেননা, খালেক ও মাখলুকের এখতিয়ার ও ক্ষমতার ব্যাপারে তারাও ঐ একই নীতির অনুসরণ করে থাকে।

অগ্নিপূজকরা ভাল ও মন্দের ক্ষেত্রে দুজন পৃথক খোদার অস্তিত্বে বিশ্বাসী। সকল মঙ্গল ও ভাল কাজের সৃষ্টিকর্তা হল ইয়াজদান এবং অমঙ্গল ও অসুন্দরের সৃষ্টিকর্তা হল আহরামান কাদরিয়া সম্প্রদায় ও দু খোদার অস্তিত্বে বিশ্বাসী। তাদের ধারনায় মূল পদার্থের সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ বটে।

তবে কর্মজগতের মালিক ইনসান মোট কথা মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে অগ্নিপূজকদের সাথে কাদরিয়া সম্প্রদায়ের এই মোনাছাবাত ও অভিন্ন দৃষ্টিভঙ্গির কারণেই রাসূল (সাঃ) বলেছেন, এ সম্প্রদায়ের কেউ রোগাক্রান্ত হলে তাদের সেবা করো না এবং তাদের নামাজে জানাজা ও পড়ো না। (আবু দাউদ শরীফ)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!