কাজের মেয়ে◄

আমার এক পরিচিত AUNTY.. তিনি তাঁর বাড়িতে একটা কাজের মেয়ে রাখেন।। মেয়েটি খুব চুপচাপ থাকতো।। একদিন আমার AUNTY এর বাসার সবাই পুরো ফ্যামিলিসহ বাইরে এক আত্মীয়ের বাসায় যাবে।। AUNTY বাদে বাকি সবাই চলে গিয়েছিলো।।
AUNTY যখন আয়নার সামনে দাড়িয়ে রেডি হচ্ছিলেন তখন হটাৎ খেয়াল করলেন, উনি যা যা করছেন আয়নাতে তাঁর উল্টাটা হচ্ছে।। তিনি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখলেন, দরজার লক খুঁজে পাচ্ছেন নাহ।। তিনি নিজেকে শান্ত করার জন্য চোখ বন্ধ করে ফেললেন।। কিন্তু পরে যখন চোখ খুললেন তখন দেখলেন কাজের মেয়েটি তাঁর সামনে দাঁড়ানো।। কাজের মেয়েটির চেহারা বীভৎস এবং সে নিচু গলায় কি যেনও বলছে।। AUNTY এটা দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন।। পরবর্তীতে উনাকে ছাদের চেয়ারে বসে থাকা অবস্থায় পাওয়া যায়।। কাজের মেয়েটাকে পরে আর খুঁজে পাওয়া যায়নি।।

কলিং বেল◄

আগে ফাউ-গোপাল ভাঁড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *