‘- গোপলা খুব করিৎকর্মা বলে পাড়ায় না ডাক আছে । উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে শ্মশানযাত্রা সবেতেই তাকে পাওয়া যায় । ডাকতে পর্যন্ত হয় না । শুধু খবর পেলেই হল ।
পড়াশুনা যতটুকু করেছে তাতেই চালিয়ে নেয় । খুব অসুবিধা হয় না । এক ডিপোতে মহাজনের কাছে কাজ করে । মহাজনও জানে এর উপর ভরসা করে সব কিছু ছেড়ে দেওয়া যায় । আবার কোথাও কোন খবর পেলে এখুনি সব বন্ধ করে চলে যাবে । তাই আর একজনকেও পাশে রেখেছে । সে শুধু থাকে কিছু করে না ।
এ রকম একদিন বাস রাস্তায় অ্যাক্সিডেন্টের জন্য সারাটা দুপুর কাজ করল ।
ঘরে মা খাওয়ার নিয়ে অপেক্ষা করে পেল সেই রাতে । জিজ্ঞেস করার দরকার হল না ।
সেই গোপলার মা এক মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল । গ্রামে গাড়ি পাওয়া মুশকিল । দাদাও নেই । পাড়ার লোক ডাকল অনেকেই বলল -ও গ্যাসের জন্য হচ্ছে । অম্বলের ট্যাবলেট খাইয়ে রাখ । সকালে দেখা যাবে ।
কিন্তু আরো শরীর খারাপ হওয়ায় মাকে প্রায় কোলে করে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল । তিনদিন পরে সারিয়ে এনেছিল । এ কথা সকলের মুখে মুখে ঘোরে ।
এখনও গ্রামে গোপলা ঝাঁপিয়ে পড়ে আর গোপলাকে আলাদা করে চেনাতে শেখায় ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।