কাক পক্ষীতে টের পাবে না-গোপাল ভাঁড়

এক ভদ্রলোক মুর্শিদাবাদের নবাব-দরবারে কাজ করতেন। প্রয়োজনে গোপালকে একবার নবাব দরবারে যেতে হয়েছিল। গোপালকে দেখেই ভদ্রলোক তার হাতে পঞ্চাশটি টাকা দিয়ে বললেন, ‘দাদা, দয়া করে টাকাটা আপনি বাড়ি গিয়ে আমার স্ত্রীর হাতে চুপি-চুপি দেবেন, আমার বাড়ির অন্য কেউ যেন টের না পায়, তাহলে খুব অনর্থ হবে।’ গোপাল টাকাটা পকেটে গুঁজে বললেন, ‘আপনি নিশ্চিন্ত থাকুন মশায়, আপনার এই টাকা দেওয়ার কথা কাক-পক্ষীতেও টের পাবে না। এমনকি, আপনি যার হাতে টাকা দিতে বলেছেন তিনিও নয়।’ মানে, গোপাল সে টাকাটা কাউকেই না দিয়ে নিজেই আত্মসাৎ করবার মতলবে রইল।

কাৎ করবেন না দাদা রস-গড়িয়ে পড়বে-গোপাল ভাঁড়

এমন অসভ্য- বাঁদর দেখেনি-গোপাল ভাঁড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *