কল্লাল নামক কবরস্থানের এক কবর থেকে আগুনের লেলিহান শিখা বের হলো

পাকিস্তানের মর্দান অঞ্চলের কল্লাল নামক কবরস্থান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা গেল। সেই শিখা এত প্রচণ্ড ছিল যে, আশেপাশের কবরের মাটিও সেই লেলিহান শিখার উত্তাপে উত্তপ্ত হয়ে গিয়েছিল। কবরের গায়ের একটি গর্ত দিয়ে সেই শিখা বের হচ্ছিল।

উপস্থিত লোকেরা কোরআন তেলাওয়াত এবং দোয়া দরূদ পাঠ করতে শুরু করল। এতে এক ঘন্টা স্থায়ী লেলিহান অগ্নিশিখা ধীরে ধীরে কমে গেল। কবরের গর্তে প্রথমে ইট তারপর মাটি চাপা দেওয়া হলো।

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

কল্লাল নামক কবরস্থানের এক কবর থেকে আগুনের লেলিহান শিখা বের হলো

পাকিস্তানের মর্দান অঞ্চলের কল্লাল নামক কবরস্থান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা গেল। সেই শিখা এত প্রচণ্ড ছিল যে, আশেপাশের কবরের মাটিও সেই লেলিহান শিখার উত্তাপে উত্তপ্ত হয়ে গিয়েছিল। কবরের গায়ের একটি গর্ত দিয়ে সেই শিখা বের হচ্ছিল।

উপস্থিত লোকেরা কোরআন তেলাওয়াত এবং দোয়া দরূদ পাঠ করতে শুরু করল। এতে এক ঘন্টা স্থায়ী লেলিহান অগ্নিশিখা ধীরে ধীরে কমে গেল। কবরের গর্তে প্রথমে ইট তারপর মাটি চাপা দেওয়া হলো।

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব