কলিং বেল◄

ঘটনাটা ২০০০ সালের।। আমরা যে বাসায় থাকি তার উপর তলায় আমার আব্বুর কলিগ থাকত।। প্রতিরাতে প্রায় ২ কি ৩ টার সময় আংকেল টার বাসায় কলিংবেল বাজত।। “কে কে” করে জিজ্ঞাসা করলে কোন জবাব আসত না।। তো একদিন তিনি আব্বুকে ব্যাপারটা জানালেন।। আব্বু ঘটনা শুনে আংকেলকে আসস্ত্ব করলেন যে এটা তার শোনার ভূল।। যাই হোক, সেদিন রাতে আব্বু রাতে তাহাজ্জুদের নামায পড়ার সময় আমাদের উপর তলায় বেল বাজার আওয়াজ পান [গভীর রাতের সময় তা স্পষ্ট শোনা গিয়েছিল]।।

তো আব্বু আস্তে করে আমাদের দরজা খুলে যেই মাত্র তিন তলায় উঠেছিলেন তখন তিনি একটা সাদা ছায়ামূর্তি দেখতে পান।। ঐ সময় আব্বু কিছু দোয়া দরুদ পড়তে পড়তে কাছে যেতে থাকেন।। ছায়ামূর্তিটাও ধীরে ধীরে উপরে উঠতে থাকে।। আব্বু ঐটাকে ফলো করে ছাদ পর্যন্ত গেলে দেখতে পান যে ছাদের দরজা AUTOMATICALLY ওপেন হয়ে যায় এবং মূর্তিটি ছাদের কিনারায় গিয়ে দাড়িয়ে আব্বুর দিকে তাকিয়ে থাকে।। আব্বু তখন একটা দোয়া পড়ে আশপাশে ফুঁ দিয়ে ধীরে পিছপা হয়ে নামতে থাকে এবং হটাৎ উপরে তাকিয়ে দেখেন যে ছায়ামূর্তিটি গায়েব হয়ে গেছে।। পরদিন তিনি আংকেলকে সব খুলে বলেন।। ঐদিনের পর হতে আর ঐ ছায়ামূর্তিকে দেখা যায়নি।।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!