কয়েন জমিয়ে গাড়ি ক্রয়

কয়েন জমিয়ে গাড়ি কিনেছেন চীনের এক ব্যক্তি। স্থানীয় সময় বৃহস্পতিবার এক লাখ ৪০ হাজার ডলার মূল্যের গাড়িটি ক্রয় করেন তিনি।

 

লিওশেন ইভিনিং নিউজের বরাত দিয়ে নিউজ ডট কম জানিয়েছে, ঐ ব্যক্তি একটি গ্যাস স্টেশনে কাজ করেন। তিনি বলেছেন, যেসব বাস জ্বালানি ভরার জন্য স্টেশনে থামত সেখান থেকে কয়েনগুলো সংগ্রহ করেন। এরপর তিনি কয়েন জমিয়ে গাড়ি কেনার কথা চিন্তা করেন।

 

কয়েন জমিয়ে তিনি একটি গাড়ির শো রুমে যান। এক লাখ ৩৬ হাজার ডলার সমমানের কয়েন ও চার হাজার ডলার ব্যাংক নোট দিয়ে তিনি তার নতুন গাড়ি কেনেন। শোরুমের ১০ জন কর্মী এক ঘণ্টা সময় ব্যয় ট্রাকে করে আনা কয়েনগুলে নামান। এই কয়েনগুলোর মোট ওজন ছিল  চার টন। আর কয়েনগুলো জমিয়ে রাখার পর এর স্তূপের উচ্চতা হয়েছিল ১২ ফুট।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!