শেখুপুরা শহরের মহল্লা শিশ মহল আবাদি কবরস্থানে দাফন করা একজন মহিলার লাশের কাফন এক দুর্বৃত্ত চুরি করে। এ ঘটনা যখন ঘটে তখন সমগ্র শেখুপুরা শহর ভুমিকম্পে কেঁপে উঠে।
কাফন চুরির সময় মৃত মহিলার আত্নীয় স্বজন মহিলার কুলখানির দো’ইয়া অনুষ্ঠান করছিলেন। তারা তাড়াতাড়ি মহিলার লাশ তুলে পর্দা ঘেরা অবস্থায় পুনরায় কাফন পরিধান করিয়ে মহিলাকে দাফন করে।
সূত্রঃ চোখে দেখা কবরের আযাব
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।