কবরে দুর্গন্ধযুক্ত সাপ
মাওলানা তারিখ জামিল সাহেব বলেন, আমর বন্ধু সরকারি হাসপাতালের বড় অফিসার, একদিন একটি কবর খনন করার জন্য গেল । একটি লাশের ময়নাতদন্ত করার জন্য কবর খনন করতে হয়েছিল । তারা কবরটি খনন করার পর দেখল যে, কাঠের সিন্দুকের ভিতর অতি যত্নের সাথে লোকটিকে দাফন করা হয়েছে ।
সিন্দুকের ঢাকনা যখন খোলা হল তখন এমন বিশ্রী দুর্গন্ধ বের হতে লাগল যে, সেখানে টিকে থাকা মুশকিল হয়ে গেল এবং কবর থেকে একটি আশ্চর্য ধরনের একটি সাপ বের হল । যা দুনিয়ার কোন সাপের মত নয় । সবাই সারা দিন অপেক্ষা করে দেখল যে, দুর্গন্ধ সেই রকম আছে । মাওলানা তারিক জামিল সাহেব বলেন, আমর বাড়ির কাছেই এক লোক মারা গেল । তার কবর খনন করা হল । দেখা গেল পুরা কবর ভয়ংকর বিচ্ছুতে ভরা ।
সবাই সে কবর বন্ধ করে নতুন কবর খনন করল, দেখা গেল সেখানেও সে কবর বিচ্ছুতে ভরা । এভাবে তিনটি কবর বিচ্ছুতে ভরা ছিল । এরপর বিচ্ছুর সাথেই তাকে দাফন করা হল । কি কারনে এমন হল আল্লাহই ভাল জানেন । তবে এ বিচ্ছুগুলি দুনিয়ার বিচ্ছু নয় । হতে পারে এগুলো তার বদ আমলের পরিণাম । আল্লাহ তা’য়ালা কখনও কখনও কুদরতি পর্দা সরিয়ে মানুষকে আগুলা দেখান ।