কবরে দুর্গন্ধযুক্ত সাপ

মাওলানা তারিখ জামিল সাহেব বলেন, আমর বন্ধু সরকারি হাসপাতালের বড় অফিসার, একদিন একটি কবর খনন করার জন্য গেল । একটি লাশের ময়নাতদন্ত করার জন্য কবর খনন করতে হয়েছিল । তারা কবরটি খনন করার পর দেখল যে, কাঠের সিন্দুকের ভিতর অতি যত্নের সাথে লোকটিকে দাফন করা হয়েছে ।

সিন্দুকের ঢাকনা যখন খোলা হল তখন এমন বিশ্রী দুর্গন্ধ বের হতে লাগল যে, সেখানে টিকে থাকা মুশকিল হয়ে গেল এবং কবর থেকে একটি আশ্চর্য ধরনের একটি সাপ বের হল । যা দুনিয়ার কোন সাপের মত নয় । সবাই সারা দিন অপেক্ষা করে দেখল যে, দুর্গন্ধ সেই রকম আছে । মাওলানা তারিক জামিল সাহেব বলেন, আমর বাড়ির কাছেই এক লোক মারা গেল । তার কবর খনন করা হল । দেখা গেল পুরা কবর ভয়ংকর বিচ্ছুতে ভরা ।

সবাই সে কবর বন্ধ করে নতুন কবর খনন করল, দেখা গেল সেখানেও সে কবর বিচ্ছুতে ভরা । এভাবে তিনটি কবর বিচ্ছুতে ভরা ছিল । এরপর বিচ্ছুর সাথেই তাকে দাফন করা হল । কি কারনে এমন হল আল্লাহই ভাল জানেন । তবে এ বিচ্ছুগুলি দুনিয়ার বিচ্ছু নয় । হতে পারে এগুলো তার বদ আমলের পরিণাম । আল্লাহ তা’য়ালা কখনও কখনও কুদরতি পর্দা সরিয়ে মানুষকে আগুলা দেখান ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!