কবরের সুবাস সুগন্ধি
কয়েক বছর আগের কথা। রাজেনপুর কবরস্থানে একটি লাশকে দাফন করার জন্য একটি কবর তৈরি করা হল। লাশকে নিয়ে আসার আগেই সমগ্র কবর মিষ্টি সুবাসে ভরে গেল। উপস্থিত সবাই অবাক হলো যে, সে সুবাস কোথা আসছে। কবরস্থানের আশপাশে তেমন গাছও ছিল না যে, সেই গাছ থেকে সুগন্ধি আসবে।
অনুসন্ধান করে দেখা গেল, কবরের একটি ছিদ্র দিয়ে এই সুগন্ধি আসছে। খননকারীরা ছিদ্রটি বড় করে দেখতে পেলো, নিচে আরেকটি কবর রয়েছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, সেই লাশের মুখের উপরও একটি ফুল ঝুলে আছে এবং সেই ফুল থেকে গন্ধ আসছে। শহরের সব মানুষ এই দৃশ্য প্রত্যক্ষ করলো।