Categories রূপকথা

কবরের দাফনের পর লাশ গাধা হয়ে গেল

সামান্দারি জেলা থেকে দুই কিলোমিটার দূরের এক গ্রামে পুরাতন কবরস্থান অতিক্রমের সময় গ্রামের লোকেরা একটি গাধার ডাক শুনতে পেল। একজন গ্রামবাসী সাহস করে কবরস্থানের পাশে গিয়ে দেখলো যে, কবরের গায়ে প্রায় ১ ফুট চওড়া একটি গর্ত রয়েছে। সেই গর্ত থেকে আওয়াজ আসছে। গাধা সেই গর্ত দিয়ে মুখ বের করলো, তারপর মুখ ভিতরে নিয়ে গেল। গ্রামের লোকেরা শহরে গিয়ে এ খবর প্রচার করলো। কিন্তু কেউ বিশ্বাস করলো না।

তারপর বহু লোক মসজিদের ইমাম সাহেব সহ কবরস্থানে গেল। গাধা বাইরে মুখ বের করেই ভিতরে নিয়ে গেলো। অনেকেই মন্তব্য করল, সেই কবরের লাশকেই মহান আল্লাহ তা’য়ালা গাধার আকৃতি দিয়েছেন। ইমাম সাহেব সহ সবাই দু’য়া ইস্তেগফার পাঠ করলো। সেই কবর মহিলার নাকি পুরুষের সেটা জানা যায় নি। কবরের গায়ে খোদাই করা বিসমিল্লাহ কথাটি ব্যতিত অন্য সব লেখা মুছে গিয়েছিল।

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

আরো পড়তে পারেন...

গরিবের কথা

কোন এক গ্রামে একজন গরিব ছিল। তার কোন আত্মীয় স্বজন ছিল না। সে প্রত্যেক দিন…

ঋণ মুক্তি

মহান্তিপুরে গোপাল নামে এক গরিব লোক নিরুপায় হয়ে ভিক্ষে করে দিন কাটাত। লোকটা এমন হতভাগা…

প্রতিজ্ঞা

প্রাচীনকালে মালবদেশ ও পঞ্চাল দেশের মধ্যে একবার প্রচন্ড বিরোধিতা দেখা দিল। মালবদেশের রাজার নাম ছিল…

কবরের দাফনের পর লাশ গাধা হয়ে গেল

সামান্দারি জেলা থেকে দুই কিলোমিটার দূরের এক গ্রামে পুরাতন কবরস্থান অতিক্রমের সময় গ্রামের লোকেরা একটি গাধার ডাক শুনতে পেল। একজন গ্রামবাসী সাহস করে কবরস্থানের পাশে গিয়ে দেখলো যে, কবরের গায়ে প্রায় ১ ফুট চওড়া একটি গর্ত রয়েছে। সেই গর্ত থেকে আওয়াজ আসছে। গাধা সেই গর্ত দিয়ে মুখ বের করলো, তারপর মুখ ভিতরে নিয়ে গেল। গ্রামের লোকেরা শহরে গিয়ে এ খবর প্রচার করলো। কিন্তু কেউ বিশ্বাস করলো না।

তারপর বহু লোক মসজিদের ইমাম সাহেব সহ কবরস্থানে গেল। গাধা বাইরে মুখ বের করেই ভিতরে নিয়ে গেলো। অনেকেই মন্তব্য করল, সেই কবরের লাশকেই মহান আল্লাহ তা’য়ালা গাধার আকৃতি দিয়েছেন। ইমাম সাহেব সহ সবাই দু’য়া ইস্তেগফার পাঠ করলো। সেই কবর মহিলার নাকি পুরুষের সেটা জানা যায় নি। কবরের গায়ে খোদাই করা বিসমিল্লাহ কথাটি ব্যতিত অন্য সব লেখা মুছে গিয়েছিল।

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব