কবরের আগুনে হাত পুড়ে যাওয়ার ঘটনা

ভারতের উত্তর প্রদেশের এক শহরের প্রসস্থ এক কবরস্থানে একটি ঘটনা ঘটেছিল । একজন লোককে সেই কবরস্থানের একটি কবরে দাফন করা হল । লাশ কবরে রাখার পর তক্তা দিয়ে মাটি চাপা দেওয়ার সময়ে কবরে অবতরন করা একজন লোক বললেন, একটু রাখুন ! আমার কিছু জরুরি কাগজ কবরে পড়ে গেছে । কাগজ গুলো তুলে নেই । এ কথা বলে তক্তা সরানোর পর তিনি কাগজ নেওয়ার জন্য হাত বাড়ালেন । তার স্পষ্ট মনে আছে, তিনি মাথার পাশে ছিলেন, একারণেই সে দিকে হাত বাড়িয়ে কাগজ নিতে যাচ্ছিলেন । কবরে হাত বাড়ানোর সাথে সাথেই তিনি তীব্র চিৎকার করে হাত সরিয়ে নিয়েছিলেন।

বলছিলেন, জ্বলে গেল, আগুন লেগে গেল ।  উপস্থিতি লোকেরা তাড়াতাড়ি কবরের মাটি চাপা দিয়ে উঠে এলো । যে ব্যক্তি বলছিল হাত গেল তার হাত পরিক্ষায় পুড়ে যাওয়ার কোন চিহ্ন তো নেই । রক্ত চলাচল স্বাভাবিক রয়েছে, কিছুতেই বুঝতে পারছিল না। সেই ব্যক্তির চিৎকারে সবার কানে আঙ্গুল দেওয়ার অবস্থা হল । সিভিল সার্জনের নেতৃতে বেশ কয়েকজন ডাক্তার পরিক্ষা করেও হাতের যন্ত্রণার কোন কারন খুঁজে বের করতে পারল না । তিন দিন তিন রাত চিৎকার করে অবশেষে লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!