
নাসিরুদ্দির হোজ্জার বয়স হয়েছে। অনেক কিছুই মনে থাকে না। রোজার কতদিন গেল সেটাই মনে থাকে না। মনে রাখার জন্য এক বুদ্ধি বের করলেন। একটা পুরনো বাক্সে প্রতিদিন একটুকরো পাথর জমাতে শুরু করলেন। সেই পাথর গুণে বলা যেত কত রোজা গেল। হোজ্জার নাতি দেখতে পেল তার দাদু বাক্সে পাথর জমাচ্ছে। সেও দাদুর অজান্তে তাকে সাহায্য করতে শুরু করল। একদিন একজন হোজ্জাকে জিজ্ঞেস করল, মোল্লাসাব, কত রোজা গেল। হোজ্জা বললেন, একটু দাড়ান। দেখে বলছি। বাড়ি থেকে পাথর গুনে এসে বললেন, একশ একুশ। –সংগৃহীত