কত কি পড়া

পুকু বই নিয়ে বসতেই চায় না । মুক্তি পিছনে লেগেই থাকে । স্কুলে পড়াটুকু ঠিকই করে নেয় ।
টিউশন স্যারের ঘরের সামনের রাস্তায় তাই বলতেই পলাও গলা মেলায় – আমারটাও তাই । ঋ তো ঘরে যেটুকু সময় পায় শুধু গেম খেলে ।
যোগ দেয় বিদিশা । ছেলে আদি পড়াশুনায় একটু বেশি ভাল । বলে – এই জেনেরেশন যেন কম পড়েই কিস্তিমাত করতে চায় । বই বাদ দিয়ে অন্য যে কোনতে খুব একটা পিছিয়ে নেই ।
মুক্তি ছেলে পুকুর কথা ভাবে । কতসব কাজে টুক করে বেশ বুদ্ধির কথা বলে । নতুন সব গান ,খেলা , কার্টুন , আঁকা , কম্পিউটার সলিউশন , সিনেমা , বন্ধুদের সঙ্গে আড্ডা , নতুন কিছু পরিচিতি , বড়দের সঙ্গে কথাবলা , বা অন্যান্য ম্যানার বেশ ভালই জানে ।
বেশ স্টাইল করে পড়েও । এগুলোও মুক্তির চেয়ে পুকু ভালই পারে । যা জীবনে কাজে লাগবে ।
পলা আবার বলে – ছেলেটা সেই সকালে বেরিয়ে এখনও ঘরে ফিরতে পারল না । কত আর পড়বে ?
এতক্ষণ চুপ করেছিল জনা – চুপ কর তো । আমি অত জোর দিই না , পরীক্ষার আগেই পড়িয়ে দিলেই ভাল নম্বর । অত চিন্তার কি ?
পুকু বন্ধুদের সাথে হাসতে হাসতে বেরিয়ে পড়তেই মুক্তি তাকে নিয়ে বাড়ির পথে পা বাড়াল ।
ভরসন্ধ্যেতে আরো ভবিষ্যতের দিকে ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!