কত কি পড়া

পুকু বই নিয়ে বসতেই চায় না । মুক্তি পিছনে লেগেই থাকে । স্কুলে পড়াটুকু ঠিকই করে নেয় । টিউশন স্যারের ঘরের সামনের রাস্তায় তাই বলতেই পলাও গলা মেলায় – আমারটাও তাই । ঋ তো ঘরে যেটুকু সময় পায় শুধু গেম খেলে । যোগ দেয় বিদিশা । ছেলে আদি পড়াশুনায় একটু বেশি ভাল । বলে – এই জেনেরেশন যেন কম পড়েই কিস্তিমাত করতে চায় । বই বাদ দিয়ে অন্য যে কোনতে খুব একটা পিছিয়ে নেই । মুক্তি ছেলে পুকুর কথা ভাবে । কতসব কাজে টুক করে বেশ বুদ্ধির কথা বলে । নতুন সব গান ,খেলা , কার্টুন , আঁকা , কম্পিউটার সলিউশন , সিনেমা , বন্ধুদের সঙ্গে আড্ডা , নতুন কিছু পরিচিতি , বড়দের সঙ্গে কথাবলা , বা অন্যান্য ম্যানার বেশ ভালই জানে । বেশ স্টাইল করে পড়েও । এগুলোও মুক্তির চেয়ে পুকু ভালই পারে । যা জীবনে কাজে লাগবে । পলা আবার বলে – ছেলেটা সেই সকালে বেরিয়ে এখনও ঘরে ফিরতে পারল না । কত আর পড়বে ? এতক্ষণ চুপ করেছিল জনা – চুপ কর তো । আমি অত জোর দিই না , পরীক্ষার আগেই পড়িয়ে দিলেই ভাল নম্বর । অত চিন্তার কি ? পুকু বন্ধুদের সাথে হাসতে হাসতে বেরিয়ে পড়তেই মুক্তি তাকে নিয়ে বাড়ির পথে পা বাড়াল । ভরসন্ধ্যেতে আরো ভবিষ্যতের দিকে ।

ম্যাজিক

ছোট্ট মেঘ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *