ওমনি মেঘলা দিনে আমার দাদির সাথে ঘটে যাওয়া এক অদ্ভূত ঘটনা!

ওমনি মেঘলা দিনে আমার দাদির
সাথে ঘটে যাওয়া এক অদ্ভূত ঘটনা!
দাদি বলে,তখন আমার আব্বু
3+মেযো কাকা 2.5 বছরের মত বয়স|
মেঘলা দিন আমাদের তখনকার 27
শতাংসের বারির
ওঠোনটা দাদি ঝারু
দিক্ছিলো পাত নিচ্ছলো|তখন
তারা ঘরি বুঝতো না,সূর্যের
আলো গতি ছায়া দেখে আন্দাজ
করনিত
বেলা কত হলো|তার মতে তখন
বেলা 12কি 12.30টা|হঠাৎ চোখ
পরলো উঠোনের শেষ
কোনায়,মনে হলো দুইটা পিচ্চি হেটে যাচ্চে আর
কান্না করছে|দাদি খেয়াল
করে তাকাতেই
দেখলো আব্বু+কাকা পুরাই
খালি গায়ে মা মা করে হেটে যাচ্চে আর
কান্না করছে|দাদির খেয়ালই
ছিলো না,
তার বর এক মুহুর্তের জন্য কাপর
খোলে না| আর
দুজনেই ঘুমাচ্ছিলো কাপর পরে|
মারের
মন,দাদি ঝারু ফেলে নাম
ধরে পিছু
গেলো আর ডাকতে লাগলো|
যেতেযেতে বারির পাশে বিশাল
আখ ক্ষেত
এক কোনে বট গাছ এর কাছে যেতেই,
কালো অবয়বের
বাচ্চা দুইটা দাদির
দিকে রাগ
চোখে ফিরে তাকালো!|
দাদি থমকে তারালো|
পিছনে ফিরেই
দেখলো আব্বু
+কাকা মা মা বলে ছুটে আসছে|
সামনে পেছনে একই মানুষ
দেখে দাদি ভয়ে অজ্ঞান
হয়ে গেলো|বর
দাদারা আব্বু
+কাকা কান্না শুনে এসে ঘরে নেয়,
জ্ঞান
ফিরলে সব বল্লো
যদি এমন হয়,তুমি বাসায় একা,হঠাৎ
তোমার ঘরের/একান্ত পরিচিত
মানুষ
এসেগেলো|তারা তোমার
কেওনা,voot
petni~

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!