এ কেমন বাবা মা ____?

এ কেমন বাবা মা ____? – ছেলে মেয়েকে নামায শিক্ষা দেয়না – দ্বীন কি জিনিস তা শিক্ষা দেয়না – আল্লাহ ও তাঁর রাসুলের সাথে পরিচয় করিয়ে দেয়না – হালাল হারামের পার্থক্য কি শিক্ষা দেয়না – নিজে বয়ষ্কা হয়ে বোরখা পড়ে, কিন্তু তরুনী মেয়েকে বেপর্দা খোলামেলাভাবে রাস্তায় নিয়ে বের হয় – নিজেরাও পাপাচারে লিপ্ত থাকে,ছেলে মেয়দেরকেও প্রশ্রয় দেয় ***এইসমস্ত বাবা মা ই আসলে অনেক সময় সন্তানদের বিপথগামীতার জন্য দায়ী। “যেদিন অগ্নিতে তাদের মুখমন্ডল ওলট পালট করা হবে, সেদিন তারা বলবে, হায়। আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রসূলের আনুগত্য করতাম।

তারা আরও বলবে,হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা! তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিসম্পাত করুন।”____ [সুরা -আহজাবঃ ৬৬-৬৮] কেয়ামতের দিনে এদের আদরের সন্তানেরা জাহান্নাম দেখে যখন বাস্তবতা টের পাবে তখন এই সময় পথভ্রষ্ট বাবা মাকে পায়ের নিচে পদদলিত করে লাঞ্চিত করতে চাইবে। “কাফেররা বলবে, হে আমাদের পালনকর্তা! যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে দেখিয়ে দাও, আমরা তাদেরকে পদদলিত করব, যাতে তারা যথেষ্ট অপমানিত হয়।” [সুরা ফুসসিলাতঃ ২৯]

জলন্ত অগ্নি

রোজার ঐতিহাসিক পটভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *