এক রাজা ও মাঝিদের গল্প

রাজা, মাঝি ও মন্ত্রীর গল্প

একদিন রাজা তার রাজ্যের অন্য অংশে যাওয়ার জন্য নৌকায় উঠলেন। মন্ত্রী নৌকার ছাউনিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে মাঝিরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল—

প্রথম মাঝি: দেখো, আমরা কী কষ্ট করে নৌকা চালাই, আর মন্ত্রী বেটা কি আরামে ঘুমিয়ে আছে! সারাদিন এত খাটাখাটির পরও ঠিকমতো উপার্জন হয় না, অথচ মন্ত্রীরা কত আরামে থাকে!

দ্বিতীয় মাঝি: ঠিকই বলেছ! এটা চরম অবিচার!

রাজা দূরে বসে মাঝিদের কথোপকথন শুনলেন। তিনি তাদের কোনো সরাসরি জবাব দিলেন না, বরং একটি ভিন্ন উপায়ে উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

কিছুক্ষণ পর নৌকা এক ঘাটে ভিড়ল। সবাই বিশ্রাম নিচ্ছিল, এমন সময় কিছু কুকুরের চিৎকারে রাজা বিরক্ত হলেন।

তিনি প্রথম মাঝিকে ডেকে বললেন,
“যাও তো, দেখে এসো কুকুরগুলো কেন ডাকাডাকি করছে।”

মাঝি ছুটে গেল, কিছুক্ষণ পর ফিরে এসে বলল,
“ওরা খাবারের জন্য ঝগড়া করছে।”

রাজা জিজ্ঞেস করলেন, “কয়টা কুকুর ঝগড়া করছে?”

মাঝি মাথা চুলকে বলল, “তা খেয়াল করিনি, এখনই দেখে আসছি!”

সে আবার দৌড়ে গেল, ফিরে এসে জানাল, “তিনটা কুকুর আর তাদের ছানাপোনারা আছে।”

রাজা আবার প্রশ্ন করলেন, “কয়টা ছানাপোনা?”

মাঝি আবারও খেয়াল করেনি। সে দৌড়ে গেল এবং ফিরে এসে বলল, “চারটা ছানাপোনা।”

রাজা এবার জানতে চাইলেন, “এদের কয়টা মাদী আর কয়টা মর্দ?”

মাঝি আবার খেয়াল করেনি! সে আবার দৌড়ে গিয়ে ফিরে এল এবং বলল, “চারটা মর্দ, তিনটা মাদী।”

রাজা এবার শেষ প্রশ্ন করলেন, “তাদের গায়ের রং কী?”

মাঝি হতভম্ব হয়ে আবার দৌড়ে গেল এবং ফিরে এসে জানাল, “চারটা বাদামী, দুইটা কালো আর একটা খয়েরি।”

এরপর রাজা মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, “মন্ত্রী, যাও তো দেখে এসো, কুকুরগুলো কেন ডাকছে?”

মন্ত্রী গেলেন, কয়েক মিনিট পর ফিরে এসে বললেন,

“ওরা খাবারের জন্য ঝগড়া করছে। তিনটা কুকুর ও তাদের চারটি ছানাপোনা আছে। চারটি মর্দ, তিনটি মাদী। চারটি বাদামী, দুটি কালো, একটি খয়েরি রঙের।”

রাজা এবার মাঝিদের দিকে ফিরে মুচকি হেসে বললেন,

“এবার বুঝতে পারলে, কেন তোমরা এত কষ্ট করেও কম আয় করো আর মন্ত্রীরা কম পরিশ্রম করেও বেশি আয় করেন?” 😄

শিক্ষণীয় বিষয়

শুধু পরিশ্রম করলেই হবে না, বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ ক্ষমতা, এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকাও জরুরি! 👑🚣‍♂️

এক কাক ও মোরগের গল্প

লোকসান দু’পয়সা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *