একদা এক বনে এক সিংহ আর এক মহিষ ছিল। তারা দু’জনেই খালে জল পান করতে গেছে। কিন্তু কে আগে জল পান করবে এই নিয়ে তাদের মধ্যে ভীষণ বিবাদ শুরূ হয়ে গেল।
দুইয়ের জিদ-প্রাণ যায় কিন্তু বিপক্ষকে কিছুতেই আগে জল পান করতে দেবো না।
দু’জনের লড়াই বাধে। এমন সময় ওপরের দিকে চোখ পড়তেই তারা দেখে তাদের মাথার ওপর কতকগুলো কাক আর শকুনি উড়ছে।
দেখে বুঝতে আর তাদের বাকি রইলো না যে লড়াইয়ে যে মারা যাবে তার মাংস খাবার লোভেই ওরা ওখানে উড়ছে।
এবার দ’জনের মাথাতেই সু-বুদ্ধির উদয় হলো।
পরস্পর পরস্পরকে বললো-না ভাই, আর বিবাদের কাজ নেই, অনর্থক কাক-শকুনির আহার হওয়ার চেয়ে বন্ধূর মতো জল পান করাই উচিত আমাদের।
উপদেশ : দুইয়ের বিবাদে তৃতীয় শক্তি লাভবান হবেই।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।