হযরত জুন্নুন মিশরী (রঃ) বলেন, আমার এক দোস্তের মৃত্যুর পর স্বপ্নযোগে তার সাক্ষাত পেয়ে জিজ্ঞেস করলাম, আল্লাহ্ পাক তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? উত্তরে সে বলল, আল্লাহ্ পাক আপনার বরকতে আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আপনাকে মোহাব্বত করার উছিলায় আমাকে জান্নাতে প্রবেশ করিয়াছেন।
হযরত জুন্নুন (রঃ) বলেন, আমার সেই দোস্তের জান্নাতের কথা বললেও তার চোখে মুখে আমি পেরেশানীর ছাপ সুস্পষ্ট দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলাম, জান্নাত লাভের পরও কি কারণে তোমাকে পেরেশান মনে হচ্ছে? উত্তরে সে একটি দীর্ঘস্বাস ত্যাগ করে বলল, হে জুন্নুন! কেয়ামত পর্যন্ত আমার এই পেরেশানী দূর হবে না। জান্নাতে প্রবেশের পর আমি ইল্লিয়্যিনের অবস্থান সমুহ দেখে বিমুগ্ধ নয়নে সেদিকে তাকিয়েছিলাম। জান্নাতের কোথাও আমি এমন সুন্দর স্থান দেখিনি। আমি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে ঐ সকল অবস্থান সমূহের সৌন্দর্য উপভোগ করছিলাম এ সময় উপর থেকে একজন ঘোষক বলে উঠল, তাকে ফিরিয়ে নিয়ে যাও। এস্থান তার জন্য নয়। দুনিয়াতে যারা আল্লাহ্র জন্য দুঃখ কষ্ট সহ্য করেছে আজ তারা সেখানেই অবস্থান করবে। তুমিও যদি দুনিয়াতে আল্লাহ্র পথে কষ্ট মুসীবত ভোগ করতে, তবে তোমাকেও আজ এখানে স্থান দেয়া হতো।
হযরত আবুল হাছান দামেশকী (রঃ) বলেন, আমি প্রখ্যাত ওয়ায়েজ হযরত মনছুর ইবনে আম্মারকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম। আল্লাহ্ পাক তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ্ পাক আমাকে ডেকে বললেন, হে মুনসুর ইবনে আম্মার! আমি বললাম, লাব্বাইক, হে পরওয়ারদিগার! এরশাদ হল, তুমি তো দুনিয়াতে মানুষকে দ্বীনদারীও পরহেজগারী শিক্ষা দিতে এবং আখেরাতের দিকে উৎসাহিত করতে। আমি আরজ করলাম, এলাহী! আমি যখন ওয়াজ মাহফিলে বসেছি রখন প্রথমেই তোমার হামদ এবং রাসূলের দুরুদ বর্ণনা করেছি। অতঃপর তোমার দেয়া তওফিক অনুযায়ী মানুষকে নসীহত করেছি। আল্লাহ্ পাক বললেনন, তুমি সত্য বলেছ। সুতরাং হে ফেরেশতারা! আমার এ বান্দার জন্য কুরছি আন, সে দুনিয়াতে যেমন আমার বান্দাদের সামনে আমার প্রশংসা বর্ণনা করেছে, তদ্রুপ এখন সে জান্নাতী কুরছীতে বসে ফেরেস্তাদের সামনে আমার বুজুর্গী বয়ান করবে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।