
একটা বিড়াল একবার একটি মোরগকে পাকড়ে ফেলল এবং মোরগটাকে খাওয়ার ফন্দী আঁটতে লাগল। বিড়াল মোরগকে দোষ দিয়ে বলল, “তুই তো লোকজনের জন্য এক মহা উৎপাত! রাত থাকতে থাকতেই তোর কোঁকর কোঁকর ডাকানো শুরু হয়, ফলে লোকেরা ঠিকমত ঘুমাতে পারে না।” মোরগ পাল্টা যুক্তি দিল, “না, এতে ত তাদের সুবিধাই হয়। তারা আগেই উঠতে পারে এবং সময় থাকতে কাজে লেগে যেতে পারে!” বিড়াল এই যুক্তি শুনে বলল, “খুব ভালই জবাব দিয়েছিস, তবে আমি ত আর উপোস থাকতে পারি না!” এই বলেই বিড়াল মোরগটিকে মেরে খেয়ে ফেলল। এই গল্পটি প্রাচীন বচনটি প্রমাণ করে: “যে জেনেশুনে মিথ্যা দোষারোপ করে, তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে কোন লাভ হয় না।”