একদিন এক নেকড়ে খাবারের সন্ধানে বের হলো। কিন্তু সারাদিন খুঁজেও সে খাওয়ার মতো কিছু পেল না। দিন শেষে ক্লান্ত নেকড়েটি যখন ফিরছে, ঠিক তখন পথের ধারের একটি বাড়ি থেকে শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো। কান্না শুনে নেকড়ে থমকে দাঁড়ালো। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটি নারীকণ্ঠ শোনা গেল।
নারীকণ্ঠটি বলছে: “কান্না থামাও। তা না-হলে নেকড়ের খাবার হিসেবে তোমাকে জানলা দিয়ে বাইরে ফেলে দেব।” নারীর কথা শুনে নেকড়ে মনে মনে ভীষণ খুশী হলো। সে আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। কিন্তু শিশুটি কান্না না-থামালেও, ওই নারী শিশুটিকে জানলা দিয়ে বাইরে ফেলে দিল না।
রাত গভীর থেকে গভীরতর হলো। নেকড়ে অস্থির হয়ে উঠলো। সে ঘড়ের ভেতরে ঢুকে শিশুটিকে খেয়ে ফেলার কথাও চিন্তা করতে লাগলো। ঠিক সেসময় নারীকণ্ঠ বলে উঠলো: ‘তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। নেকড়েকে ভয় করতে হবে না। নেকড়ে এলে আমরা তাকে মেরে ফেলবো।’ এবার নেকড়ে ভয় পেল এবং ক্ষুধার্ত অবস্থায় নিজের ঘরে ফিরে এলো।
তাকে দেখে অন্য নেকড়েরা জিঙ্গেস করলো: “সারাদিন ঘুরে তুমি কী পেলে?” নেকড়ে উত্তর দিল: ‘আজ আমার ভালো শিক্ষা হয়েছে। মানুষ অনেক সময় এমন সব কথা বলে, যা তারা করে না।”
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।