এক টা মেয়ে পাখি love করে এক টা ছেলে পাখি কে.. তারা এক সাথে ঊরে বেরাত ,গান গাইত, ণীল আকাশে পারি দিত। হঠাথ একদিন মেয়ে পাখিটির পায়ে খুব ব্যাথা পেয়ে পা হারালো। মেয়ে পাখিটি কাঁদতে কাঁদতে ছেলে পাখিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে নাতো? ছেলে পাখিটি এ কথা শুনে তার নিজের দুটি,ডানা কেটে ফেলে দিয়ে বললো। “এই বারতো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না । এক দিন বড় একটা তুফান আসে তাদের ঘর ভেঙ্গে দিল। তখন ছেলে পাখিটি মেয়ে পাখি কে বলল। তুমি চলে যাও নিরাপদ জায়গায়। আমার কথা চিন্তা করো না। মেয়ে পাখিটি তার কথা শুনে ঊড়ে চলে গেল নিরাপদ জায়গায়। সার্থপর ঝর তুফান থামার পর মেয়ে পাখিটি ফিরে এসে দেখলো ছেলেপাখির পাশে মাটিতে লেখা ছিল, তুমি যদি এক বার বলতে “আমি তোমাকে ছেরে যাবোনা” তাহলে আমি ঝর তুফান কে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য ।
- Home
- শিক্ষামূলক
- এক টা মেয়ে পাখি love করে এক টা ছেলে পাখি কে..