এক চাষী ও তার ছেলেরা

এক গ্রামে এক চাষী ছিল। তার ছেলেগুলো ছিল ভীষণ কুঁড়ে। মরবার আগে চাষী ছেলেদের কাছে ডেকে বলল-শোনো পুত্ররা, আমার সময় হয়েছে আমাকে যেতে হচ্ছে। এ পৃথিবী ছেড়ে যাবার আগে কয়েকটি কথা তোমাদের বলতে চাই। ভালো করে মন দিয়ে শোনো।

তোমাদের আমি যা দিয়ে যেতে চাই, তা ঐ যে আঙুরের ক্ষেত দেখছ, ওর তলায় লুকানো আছে, খুঁড়ে দেখবে তোমরা। ভালো করে খুঁড়লেই পেয়ে যাবে। এই বলে চাষী শেষ নিঃশেষ ত্যাগ করল।

চাষীর মৃত্যুর পর তার ছেলেরা ভাবল, বাবা যে বলে গেলেন তাতে বোঝায় আঙুর ক্ষেতে তিনি কিছু গুপ্তধন রেখে গেছেন। এই ভেবে গুপ্তধনের খোঁজে তারা আঙুর ক্ষেতের সব জায়গায়ই খুঁড়ে ফেলল। কোনো জায়গায়ই বাদ রইল না।

কিন্তু গুপ্তধন? কোথাও নেই! সব ভোঁ-ভোঁ!! কিন্তু অমন করে খোঁড়ার ফলে সেবার ঐ ক্ষেতে প্রচুর আঙুর ফলল, এমনটি আর কোনোবার হয়নি।

উপদেশ: পরিশ্রমই সকল সাফল্যের একমাত্র কারণ।

ঢিবি থেকে

নিজে নিজেই চেষ্টা করতে হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *