এক গ্রামে এক চাষী ছিল । তার ছেলেগুলো ছিল ভীষণ কুঁড়ে । মরবার আগে চাষী ছেলেদের কাছে ডেকে বলল-শোনো পুত্ররা, আমার সময় হয়েছে আমাকে যেতে হচ্ছে । এ পৃথিবী ছেড়ে যাবার আগে কয়েকটি কথা তোমাদের বলতে চাই । ভালো করে মন দিয়ে শোনো । তোমাদের আমি যা দিয়ে যেতে চাই, তা ঐ যে আঙুরের ক্ষেত দেখছ, ওর তলায় লুকানো আছে, খুঁড়ে দেখবে তোমরা । ভালো করে খুঁড়লেই পেয়ে যাবে । এই বলে চাষী শেষ নিঃশেষ ত্যাগ করল ।
চাষীর মৃত্যুর পর তার ছেলেরা ভাবল, বাবা যে বলে গেলেন তাতে বোঝায় আঙুর ক্ষেতে তিনি কিছু গুপ্তধন রেখে গেছেন । এই ভেবে গুপ্তধনের খোঁজে তারা আঙুর ক্ষেতের সব জায়গায়ই খুঁড়ে ফেলল । কোনো জায়গায়ই বাদ রইল না । কিন্তু গুপ্তধন ? কোথাও নেই ! সব ভোঁ-ভোঁ !!
কিন্তু অমন করে খোঁড়ার ফলে সেবার ঐ ক্ষেতে প্রচুর আঙুর ফলল, এমনটি আর কোনোবার হয়নি ।
উপদেশ : পরিশ্রমই সকল সেীভাগ্যের একমাত্র কারণ ।